/indian-express-bangla/media/media_files/2025/02/13/t22aE5RQjgdBjQfbT1Bk.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
Automatic Train Operation Testing:স্বয়ংক্রিয় ট্রেন চলাচল ব্যবস্থা পরীক্ষার কাজ চলার দরুণ আগামী ৩ আগস্ট, রবিবার কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-এ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে সম্পূর্ণ ট্রাফিক ব্লক ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আগামী রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোরেলের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কলকাতা মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ৩ অগাস্ট হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা অর্থাৎ মেট্রো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। মেট্রোর গ্রিন লাইন ২-এর এই রুটে পরিষেবা বন্ধ থাকলেও ওই দিন মেট্রোর ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি স্বাভাবিক থাকবে।
এমনিতেই কবি সুভাষ মেট্রো স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। কলকাতা মেট্রোর এই গুরুত্বপূর্ণ স্টেশনের চারটি পিলারে ফাটল দেখা দিয়েছে। অতিরিক্ত বৃষ্টির জন্যই এই ফাটল তৈরি হয়েছে বলে মনে করছেন মেট্রোরেলের কর্তারা।
কবি সুভাষ মেট্রো স্টেশনটি চালু হতে এক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে ধারণা মেট্রো কর্তৃপক্ষের। তবে আগামী রবিবার মেট্রোর গ্রিন লাইন ২-এর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা বন্ধ থাকার জন্য মেট্রোরেলের তরফ থেকে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live Updates: মমতার প্রশাসনকে ধন্যবাদ জানালেন শুভেন্দু, কারণ জোরদার চর্চায়!