Kolkata Metro:মেট্রোযাত্রীদের জন্য বড় খবর! এই দিন বন্ধ থাকবে পরিষেবা, দুর্ভোগ এড়াতে জানুন বিশদে

Complete Traffic Block: কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য সংস্থার তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।

Complete Traffic Block: কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য সংস্থার তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।

author-image
Joyprakash Das
New Update
Kolkata Metro, Blue Line disruption, MG Road crack, Maidan station, Metro service suspended, passenger inconvenience, Chandni Chowk station, Dumdum Metro, Amar Metro app, partial metro service,কলকাতা মেট্রো, ব্লু লাইন পরিষেবা বন্ধ, ময়দান স্টেশন, এমজি রোড ফাটল, মেট্রো বিপর্যয়, যাত্রী ভোগান্তি, চাঁদনি চক স্টেশন, দমদম মেট্রো, আমার মেট্রো অ্যাপ, মেট্রো পরিষেবা আংশিক বন্ধ

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Automatic Train Operation Testing:স্বয়ংক্রিয় ট্রেন চলাচল ব্যবস্থা পরীক্ষার কাজ চলার দরুণ আগামী ৩ আগস্ট, রবিবার কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-এ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে সম্পূর্ণ ট্রাফিক ব্লক ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আগামী রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোরেলের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কলকাতা মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisment

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ৩ অগাস্ট হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা অর্থাৎ মেট্রো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। মেট্রোর গ্রিন লাইন ২-এর এই রুটে পরিষেবা বন্ধ থাকলেও ওই দিন মেট্রোর ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি স্বাভাবিক থাকবে।

এমনিতেই কবি সুভাষ মেট্রো স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। কলকাতা মেট্রোর এই গুরুত্বপূর্ণ স্টেশনের চারটি পিলারে ফাটল দেখা দিয়েছে। অতিরিক্ত বৃষ্টির জন্যই এই ফাটল তৈরি হয়েছে বলে মনে করছেন মেট্রোরেলের কর্তারা।

Advertisment

আরও পড়ুন- Durga Puja grant:দুর্গাপুজোর অনুদান আরও বাড়ল, ঢালাও ছাড় বিদ্যুতে, সব সরকারি ফি মকুব! ঘোষণা মুখ্যমন্ত্রীর

কবি সুভাষ মেট্রো স্টেশনটি চালু হতে এক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে ধারণা মেট্রো কর্তৃপক্ষের। তবে আগামী রবিবার মেট্রোর গ্রিন লাইন ২-এর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা বন্ধ থাকার জন্য মেট্রোরেলের তরফ থেকে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: মমতার প্রশাসনকে ধন্যবাদ জানালেন শুভেন্দু, কারণ জোরদার চর্চায়!

kolkata metro kolkata Bengali News Today