Advertisment

Saraswati Puja: স্কুলে সরস্বতী পুজো করতে চাওয়ায় শিক্ষকদের 'হুমকি-গালিগালাজ', মুখ্যমন্ত্রীর সমালোচনায় শুভেন্দু

Saraswati Pujo 2025: সরকারি স্কুলে সরস্বতী পুজো করতে চাওয়ায় এবার স্থানীয় বাসিন্দাদেরই হুমকির মুখে পড়তে হল স্কুলের প্রধান শিক্ষককে। স্কুলের অভিভাবকদের একাংশও পুজোর বিরোধিতায় সরব।

author-image
IE Bangla Web Desk
New Update
Teachers threatened for wanting to perform Saraswati Puja,Saraswati Puja 2025,Saraswati Pujo,সরস্বতী পুজো,স্কুলে সরস্বতী পুজো করতে চাওয়ায় শিক্ষকদের হুমকি

Saraswati Pujo 2025: দেবী সরস্বতী।

Teachers threatened for wanting to perform Saraswati Puja in Nadias school: এবার খাস বাংলায় একটি সরকারি প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো (Saraswati Puja) নিয়ে তীব্র আপত্তি তোলা হল সেই স্কুলেরই কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্য থেকে। নদিয়ার হরিণঘাটার সেই স্কুলের প্রধান শিক্ষককে রীতিমতো আঙুল উঁচিয়ে শাসানি দিতে দেখা গিয়েছে কয়েকজনকে। ওই স্কুলে যেতে কোনওভাবেই সরস্বতী পুজোর আয়োজন করা না হয় সে ব্যাপারে হুমকি দেওয়া হয়েছে প্রধান শিক্ষককে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওটিই নদিয়ার হরিণঘাটা নগরউখড়া দাসগোপাল ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের বলে দাবি করা হচ্ছে।

Advertisment

নদিয়ার হরিণঘাটার নগরউখড়া দাস গোপালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে এবার সরস্বতী পুজো করার উদ্যোগ নিয়েছিলেন প্রধান শিক্ষক এবং তাঁরই কয়েকজন সহ-শিক্ষক। তবে অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের একাংশ বিষয়টি জানতেই তীব্র আপত্তি তোলেন। ভাইরাল হওয়া একটি ভিডিও-য় দেখা গিয়েছে স্থানীয়দের কয়েকজন স্কুলে সরস্বতী পুজোর আয়োজন যাতে কোনওভাবে না করা হয় সে ব্যাপারে প্রধান শিক্ষককে রীতিমতো আঙুল উঁচিয়ে শাসানি দিচ্ছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

একটি সংবাদমাধ্যমের সামনে ওই স্কুলেরই এক অভিভাবক মহম্মদ আলিবুদ্দিন বলেন, "এটা দীর্ঘ ১৫০ বছরের পুরনো স্কুল। এখানে কোনও পুজো হয় না। স্কুলের পাশেই বড় একটি মাজার শরিফ রয়েছে। এখানে মাইক বাজানোও নিষেধ। এখানে কোনও পুজো আগেও হয়নি, আজও হবে না।" 

আরও পড়ুন- West Bengal News Live: মোবাইল-সহ ধরা পড়লে গোটা পরীক্ষা বাতিল, উচ্চ মাধ্যমিক নিয়ে দারুণ কড়া সংসদ

Advertisment

ভিডিওটি দেখে হঠাৎ করে সকলের বাংলাদেশের মনে হতেই পারে, কিন্তু সকলের জ্ঞাতার্থে জানাই ভিডিওটি হরিণঘাটা বিধানসভার নগরউখড়ার...

Posted by Suvendu Adhikari on Tuesday, January 28, 2025

অন্যদিকে, স্থানীয় বাসিন্দা জামশেদ মণ্ডল সংবাদমাধ্যমের সামনে বলেন, "এখানে কোনও কিছু সাম্প্রদায়িক পরিস্থিতি যাতে তৈরি না হয়। যেভাবে সুষ্ঠুভাবে সব চলছে চলুক, স্কুলও চলুক।" এদিকে, বাংলার স্কুলে সরস্বতী পুজো নিয়ে আপত্তি তোলায় রীতিমতো ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি এ ব্যাপারে কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। 

আরও পড়ুন- Madhyamgram: এক ব্যক্তিকে মারধর ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি, প্রখ্যাত বিরিয়ানির দোকানের মালিক গ্রেপ্তার

school Suvendu Adhikari Nadia Saraswati Puja Bangla News Bengali News Today news in west bengal news of west bengal
Advertisment