তাঁর টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে মেলা টাকার পাহাড়ের মালিক পার্থ চট্টোপাধ্যায়ই, দফায়-দফায় জেরায় ইডি-কে এই চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছেন অর্পিতা, এমনই দাবি সূত্রের। সিজিও কমপ্লেক্সে অর্পিতা মুখোপাধ্যায়কে দফায়-দফায় জেরায় আরও বিস্ফোরক তথ্য মিলবে বলে আশাবাদী ইডির আধিকারিকরা।
Advertisment
ইডির দুই অভিযানে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে মিলেছে এই টাকার পাহাড়। শুধু বস্তা-বস্তা টাকাই নয়, মিলেছে ঝুড়ি-ঝুড়ি সোনা-রুপো। তাল-তাল এই সোনা-রুপো ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। তাঁর দুটি ফ্ল্যাটে মেলা বিপুল পরিমাণ এই টাকা-সহ সব সোনা-গয়নার মালিক নাকি পার্থ চট্টোপাধ্যায়। জেরায় এমই দাবি করেছেন অর্পিতা, খবর সূত্রের।
সূত্রের আরও দাবি, অর্পিতা নাকি জানিয়েছেন টাকা রাখতে তাঁর ফ্ল্যাটে মাঝে-মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় নিজেই আসতেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে টাকা রাখতে প্রায়শই আরও কয়েকজন আসতেন বলেও জেরায় দাবি করেছেন অর্পিতা। অর্পিতা আরও জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় যখন তাঁর ফ্ল্যাটের ঘরে টাকা রাখতে আসতেন, তখন তিনি ওই ঘরে নাকি ঢুকতেন না।
অর্পিতার ফ্ল্যাটে মিলেছিল একটি কালো ডায়েরি। সেই ডায়েরিতে উচ্চ শিক্ষা দফতরের নাম লেখা রয়েছে বলে দাবি ইডি সূত্রের। সেই ডায়েরিতে একাধিক সংস্থার নামেরও উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। এবার সেই ডায়েরি নিয়েও পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করে বিস্তারিত ব্যাখ্যা চাইবেন ইডির আধিকারিকরা।