/indian-express-bangla/media/media_files/2025/09/11/bhimpur-2025-09-11-19-42-44.jpg)
Bhimpur Police Station: ভীমপুর থানা।
ভিক্ষা করতে বেরনোর নাম করে একটি দল বাড়ির ভেতর ঢুকে সোনা সহ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে চম্পট দিয়েছে। পরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১০ কিমি পথ ধাওয়া করে এই ভবঘুরে দলটিকে ধরে ফেলে। গত বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার ভীমপুর থানার আসাননগর বাঁশবেড়িয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। এই ঘটনায় পুলিশ এক মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম নিশা ব্যাধ। তাকে জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের।
তার বাড়ি পশ্চিম বর্ধমানের আসানসোল জামুড়িয়া এলাকায়। শুক্রবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে উজ্জ্বল শীলের বাড়িতে কেউ ছিল না। পেশায় চালক তখন বাজারে ছিলেন। বাড়িতে না থাকার সুযোগে ছোট বাচ্চাদের নিয়ে বাড়িতে ভিক্ষা করতে আসে এক মহিলা খুব সহজে বাড়িতে ঢুকে পড়ে।
আরও পড়ুন- Purba Bardhaman News:অগ্নিগর্ভ নেপালে আটকে পড়েছিলেন বাবা-মেয়ে, রাজ্যে ফিরলেন কীভাবে জানেন?
আলমারির লকার ভেঙে কয়েক ভরি সোনা দানার গহনা চুরি করে। প্রায় ৪০ হাজার টাকা ক্যাশ ছিল। সেই টাকাও নেয়। একটা নাইলনের ব্যাগে করে সমস্ত কিছু নিয়ে এই দলটি টোটোতে চেপে কৃষ্ণনগর বাদুড়তলায় চলে আসে।
বাড়িতে উজ্জ্বলবাবু ঢুকে এই অবস্থা দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাড়া করে কৃষ্ণনগর বাদুড়তলার একটি টোটো ইউনিয়নের অফিস থেকে ওই মহিলাকে আটক করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। এদিন বিকেলে ওই মহিলাকে পুলিশ গ্রেফতার করে।
আরও পড়ুন- Partha Chatterjee: বড় খবর! SSC দুর্নীতিতে নিজেকে নির্দোষ দাবি করে কাদের ঘাড়ে দায় ঠেললেন পার্থ?
তাদের কাছ থেকে পুলিশ ব্যাগ সহ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে। প্রসঙ্গত বেশ কিছু দিন ধরে কৃষ্ণনগর সহ আশপাশ এলাকায় চুরির ঘটনা ঘটছে। তা নিয়ে পুলিশ প্রশাসনের উদ্বেগ বাড়ছিল।
বিষয়টি নিয়ে উজ্জ্বল শীল বলেন, 'বাড়িতে কেউ ছিল না। তাই একটা দল বাড়িতে ঢুকে টাকা সোনার গহনা চুরি পালিয়ে যায়। আমরা খবর পেয়ে পুলিশকে জানালে তারা ব্যবস্থা নেয়।' পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চালানো হচ্ছে। এই মহিলা বড় কোন চক্রের সঙ্গে যুক্ত কিনা দেখা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us