Recruitment:বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বিপুল কর্মসংস্থান! হাজার-হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত

recruitment-health services: রাজ্যের স্বাস্থ্য দফতরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

recruitment-health services: রাজ্যের স্বাস্থ্য দফতরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Service Doctors Forum submitted a memorandum to Swastha Bhavan: স্বাস্থ্য ভবনে স্মারকলিপি সার্ভিস ডক্টরস ফোরামের

Swasthya Bhaban: স্বাস্থ্য ভবন।

West Bengal health:রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রকে আরও বেশি শক্তিশালী করতে তদুপরি বাংলার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১২০০-র বেশি চিকিৎসক  (GDMO) সহ পাঁচ হাজারের বেশি নার্স নিয়োগ করবে সরকার। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৬২১ জন সহকারি অধ্যাপকও নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

Advertisment

রাজ্য সরকার ১২০০-এর বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিয়োগ করবে। এই চিকিৎসকদের গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র গুলিতে পাঠানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।

দীর্ঘদিন ধরে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে কয়েক হাজার শুন্যপদ পূরণের দাবি উঠেছে বারবার। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নে বিপুল সংখ্যক কর্মীপদ শূন্য থাকার জেরে বড়সড় বাধা আসছিল।

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates:OBC মামলায় ফের ধাক্কা, রাজ্যের আর্জিতে কান পাতল না সুপ্রিম কোর্ট

 সেই কারণেই এবার স্বাস্থ্যক্ষেত্রে বিপুল সংখ্যক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক ছিল না বলে বারবার অভিযোগ উঠছিল। এবার সেই অভিযোগ নিরসনের পথেও হাঁটছে সরকার।

আরও পড়ুন-Durgangan:দিঘার জগন্নাথ ধামের পর এবার বাংলায় দুর্গাঙ্গন! মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের কাজ শুরু কবে?

Bengali News Today jobs Nurse Doctors