/indian-express-bangla/media/media_files/2025/08/02/mamata-banerjee-2025-08-02-12-08-48.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Durgangan:দিঘার জগন্নাথ মন্দিরের পড় এবার এই রাজ্যে তৈরি হতে চলেছে দুর্গাঙ্গন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ থেকে এই কথা ঘোষণা করেছিলেন আগেই। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সেই প্রকল্পকে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
গতকালই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, রাজ্যের দুর্গাঙ্গন তৈরির জন্য ট্রাস্ট গঠন করা হচ্ছে। ট্রাস্টে কারা কারা থাকবেন তাঁদের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। রাজ্যের পর্যটন দপ্তর এবং হিডকোর সহযোগিতায় এই দুর্গাঙ্গন তৈরি করা হবে বলে জানা গিয়েছে। তবে এটি কোথায় তৈরি হবে বা কবে থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে সে ব্যাপারে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি।
মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, জগন্নাথ ধামের মতোই রাজ্যে দুর্গাঙ্গন তৈরি করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দুর্গাঙ্গনে যাতে সাধারণ মানুষ যেতে পারেন সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে এই প্রকল্পের জন্য খরচ কত ধরা হয়েছে বা এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
চলতি বছরেই দিঘায় সুবিশাল জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ রাজ্য সরকারের উদ্যোগে সৈকতনগরী দিঘার বুকে তৈরি হয়েছে নতুন ইতিহাস। প্রতিদিন কাতারে কাতারে ভক্তদের ঢল নামছে দিঘার সেই জগন্নাথ দেবের মন্দিরে। দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পর তার পরিচালনার ভার ISKCON-কে দিয়েছে রাজ্য সরকার। বর্তমানে তারাই মন্দিরটি পরিচালনা করছে।
আরও পড়ুন- West Bengal news Live Updates:OBC মামলায় ফের ধাক্কা, রাজ্যের আর্জিতে কান পাতল না সুপ্রিম কোর্ট
এবার জগন্নাথ ধামের মতোই রাজ্যে দুর্গাঙ্গন তৈরিতে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পটিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শীঘ্রই এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-রাজ্যের মুকুটে জুড়ছে নয়া পালক! মন্ত্রিসভার বৈঠকে যুগান্তকারী সিদ্ধান্ত
আরও পড়ুন-Abhishek Banerjee:'লোকসভা ভেঙে দেওয়া হোক, বাতিল হোক কেন্দ্রের সরকার', SIR ইস্যুতে সোচ্চার অভিষেক