Murshidabad News: নদী পেরিয়ে ঘাটে এসে উঠেছিল ওরা, আচমকা হানা পুলিশের, তারপর?

Murshidabad-Raghunathganj: রাতের অন্ধকারেই এপারে মিশে যেতে হয়েছিল ওরা। তবে শেষ রক্ষা হল কী? সূত্রের খবরে হঠাৎ ওই রাতেই অভিযান চালায় পুলিশ।

Murshidabad-Raghunathganj: রাতের অন্ধকারেই এপারে মিশে যেতে হয়েছিল ওরা। তবে শেষ রক্ষা হল কী? সূত্রের খবরে হঠাৎ ওই রাতেই অভিযান চালায় পুলিশ।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad Raghunathganj arrested three Bangladeshis  ,cattle smuggling Raghunathganj,  illegal border entry India Bangladesh  ,Kutubpur ghat police operation  ,Bangladeshi traffickers arrested West Bengal,মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ এসআইও পুলিশ,  তিন বাংলাদেশি গ্রেফতার,  গরু পাচার অভিযোগ,  অবৈধ অনুপ্রবেশ,  কুতুবপুর ঘাট  ,রঘুনাথগঞ্জ থানার অভিযান,  চাঁপাইনবাবগঞ্জ ব্যাচগ্রাউন্ড

Raghunathganj Police Station: রঘুনাথগঞ্জ থানা।

Murshidabad news:আবারও গ্রেফতার বাংলাদেশি। নদী পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার পরেও শেষ রক্ষা হল না। পুলিশ গ্রেফতার করেছে অবৈধভাবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় ঢুকে পড়া তিন বাংলাদেশিকে। ধৃতদের মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, সোমবার রাতে রঘুনাথগঞ্জের কুতুবপুর ঘাট এলাকা থেকে ওই তিন বাংলাদেশিকে গ্রেফতার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

Advertisment

সোমবার রাতে রঘুনাথগঞ্জের কুতুবপুর ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই বাংলাদেশিদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ মেসবাউল হক, মোহাম্মদ জাহাঙ্গীর এবং মোহাম্মদ সাইফুল ইসলাম। ধৃত প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। কৃষ্ণসাইল কুতুবপুর ঘাট দিয়ে নদী পেরিয়ে তরা এপারে এসেছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। যদিও ঠিক কী উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে তারা ঢুকেছিল তা এখনও স্পষ্ট হয়নি। ওই তিন বাংলাদেশিকে ভারতে ঢোকার ক্ষেত্রে কে বা কারা সাহায্য করেছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ।

মুর্শিদাবাদ বাংলাদেশ সীমান্তবর্তী একটি জেলা। এর আগেও গত কয়েক মাসে মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিভিন্ন প্রান্ত থেকে অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে বহু বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। অনেককে আবার সীমান্ত পেরনোর পর আটক করেছিল বিএসএফ। তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

Advertisment

আরও পড়ুন- Weekend getaway:এবেলা বেরিয়ে ওবেলা ফিরুন! বর্ষায় কলকাতার কাছেই অপূর্ব এই নদীপাড়ে প্রাণের স্বস্তি-মনের আরাম

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি জেরে অনুপ্রবেশের ঘটনা বেড়েই চলেছে। শুধু মুর্শিদাবাদেই নয়, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে অহরহ এমন অনুপ্রবেশের ঘটনা বেড়েই চলেছে।

আরও পড়ুন- student death: গায়ে আগুন দিয়ে আত্মঘাতী কলেজছাত্রী, 'প্রাতিষ্ঠানিক অবিচার' বলে তোপ, বনধের ডাক বিরোধীদের

Murshidabad Arrested Bangladeshi