Royal Bengal Tiger Attack: মৈপীঠে রোমহর্ষক রয়্যাল হানা! বনকর্মীর ঘাড়ে কামড় প্রকাণ্ড বাঘের

Royal Bengal Tiger Attack: মৈপীঠে ফের বাঘের হানা। গুরুতর জখম অবস্থায় ওই বনকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

author-image
IE Bangla Web Desk
New Update
kultali tiger attack, Tiger, Tiger Attack, Royal Bengal Tiger, Royal Bengal Tiger Attack in Moipith, Sundarban, Forest Worker in Moipith, grabs him by Neck ,বাঘের হানা, বাঘের হামলা, বাঘ কামড়াল বনকর্মীকে

Royal Bengal Tiger Attack: বনকর্মীর ঘাড় কামড়ে ধরেছে বাঘ।

tiger attacked a forest department worker in Kultali, South 24 Parganas: বাঘ ধরতে গিয়ে এবার বিরাট বিপদের মুখে পড়তে হল এক বনকর্মীকে। প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে ঘাড় কামড়ে ধরেছিল ওই বনকর্মীর। তাঁর সহকর্মীরা কোনওভাবে তাঁকে উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে ওই বনকর্মীর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
 
দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ-বৈকুণ্ঠপুর পঞ্চায়েত এলাকায় রবিবার রাতে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় বাঘ ঢুকেছে বলে জানান অনেকে। সেই খবর পেয়েই বনদফতরের কর্মীরা তড়িঘড়ি ছুটে যান ওই গ্রামে। রাতের অন্ধকারে বাঘ কোনওভাবে যাতে জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকতে না পারে সেই জন্য জোরদার তৎপরতা নেন বনকর্মীরা। গ্রাম লাগোয়া জঙ্গল বরাবর লাগানো হয় জাল। 

Advertisment

এরপর সোমবার সকালে বাঘ ধরতে নতুন করে তৎপরতা নেন বনকর্মীরা। প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম নিয়ে বাঘ ধরতে যান বেশ কয়েকজন বনকর্মী। জঙ্গল লাগোয়া একটি মাঠে আচমকা ওই বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। গণেশ শ্যামল নামে ওই বনকর্মীর ঘাড় কামড়ে ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি। 

আরও পড়ুন- West Bengal News Live:পুলিশ না পারলে বেআইনি বহুতল ভাঙতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্পষ্ট জানাল হাইকোর্ট

তাঁর সঙ্গে থাকা সহকর্মীরা তৎক্ষণাৎ লাঠি দিয়ে বাঘের উপর পাল্টা হামলা চালাতে শুরু করে। শেষমেষ উপর্যুপরি সেই হামলায় ওই বনকর্মীকে ছেড়ে জঙ্গলে পালায় বাঘটি। গুরুতর জখম অবস্থায় ওই বনকর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মীরা।

Advertisment

আরও পড়ুন- Kolkata Book Fair: অভূতপূর্ব রেকর্ডের মাইলফলক ছুঁল কলকাতা বইমেলা, রেকর্ড বই বিক্রির নয়া নজির

উল্লেখ্য, গত কয়েক মাসে মৈপীঠে বারবার লোকালয়ে বাঘ ঢুকে পড়তে দেখা গিয়েছে। বাঘের আতঙ্কে এক কথায় তটস্থ এলাকাবাসী। জঙ্গলের রাস্তা এড়িয়ে চলতে বারবার সাবধান করা হয় এলাকার বাসিন্দাদের। বারবার জঙ্গল ছেড়ে গ্রামে বাঘ ঢুকে পড়ায় আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের।

Royal Bengal Tiger Bengali News Today Kultali news in west bengal news of west bengal