Tigress Zeenat Latest Updates: অপ্রতিরোধ্য বাঘিনি জিনাত। টানা ৯ দিন রাজ্যের জঙ্গলে জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছেসে। তাকে বাগে আনতে রীতিমত কাল ঘাম ছুটেছে বন দফতরের আধিকারিকদের। বন দফতর সূত্রে খবর, রাতভর দু’বার ঘুমপাড়ানি গুলি করার পরেও তাকে অচেতন করা সম্ভব হয়নি। ফলে জিনাতকে খাঁচাবন্দী করে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে ফেরত পাঠানো পরিকল্পনা এখনও অধরাই।
ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট (Similipal Tiger Reserve) থেকে ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে এ রাজ্যের জঙ্গলমহলে ঢুকে পড়েছে রয়েল বেঙ্গল (Royal Bengal Tiger) বাঘিনী জিনাত। গত কয়েক সপ্তাহ ধরে দাপিয়ে বেড়াচ্ছে বাংলার বনভূমি। ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া পেরিয়ে এবার বাঁকুড়ার জঙ্গলমহলে ঢুকে পড়েছে বাঘটি।
বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের গোঁসাইডিহির জঙ্গলে বাঘিনির অবস্থান নিশ্চিত হতেই শনিবার তাকে বাগে আনতে মরিয়া চেষ্টা শুরু করেন বন দফতরের কর্মীরা। তাকে বাগে আনতে রীতিমত তৈরি করা হয় মাস্টারপ্ল্যান। বাহিনীকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়ে বন দফতরের কর্মীরা। তবে সূত্রের খবর, সেই ঘুমপাড়ানি গুলি আদৌ তার শরীরে লেগেছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত নয় বনকর্মীরা।
রাত নামতেই বাঘিনী জিনাতকে বাগে আনার মরিয়া চেষ্টা শুরু হয়। লোকেশান ট্র্যাক করে জিনাতকে লক্ষ্য করে একের পর এক ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। দুবার বাঘিনিকে লক্ষ্য করে যে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল তা লক্ষ্যভ্রষ্ট হয়। এদিকে বাঘিনিকে কাবু করতে এখনও লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দফতর। তবে শেষমেষ কবে বাঘিনীকে বাগে আনা সম্ভব সে বিষয়ে এখনও নিশ্চিত নয় বনদফতর। এদিকে জিনাতের তান্ডবে গ্রাম জুড়ে আতঙ্কের ছায়া নেমেছে।