Nabadwip murder: পুজোর মুখে নৃশংস কাণ্ডে তোলপাড়! বাড়িতে থেকে তুলে নিয়ে খুন BJP কর্মীকে

BJP worker killed: ফের খুন। উৎসবের মরশুমের শুরুতেই ফের রাজনৈতিক উত্তেজনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

BJP worker killed: ফের খুন। উৎসবের মরশুমের শুরুতেই ফের রাজনৈতিক উত্তেজনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
Mousumi Das Patra
New Update
Nabadwip murder  ,Vishwakarma Puja  ,BJP worker killed,  Sanjay Bhowmik  ,Prachin Mayapur  ,Nabadwip MLA’s driver  ,TMC vs BJP clash,  Beaten to death,  Nabadwip police station  ,Police investigation,  Nadia district,নবদ্বীপ খুন  ,বিশ্বকর্মা পুজো,  বিজেপি কর্মী খুন,  সঞ্জয় ভৌমিক,  প্রাচীন মায়াপুর  ,নবদ্বীপ বিধায়কের গাড়ির চালক,  তৃণমূল বনাম বিজেপি  ,মারধর করে খুন,  নবদ্বীপ থানা,  পুলিশ তদন্ত  ,পূর্ব মেদিনীপুর নয়, নদিয়া জেলা

BJP worker killed: কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Nadia BJP worker killed: বিশ্বকর্মা পুজোর মাঝরাতে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে ঘুম থেকে তুলে ব্যাপক ভাবে মারধর করে খুন করা হলো। এই খুনের ঘটনায় নবদ্বীপের বিধায়কের গাড়ির চালক সহ চারজনের নামে অভিযোগ হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। এই খুনের ঘটনায় তৃণমূল আশ্রিতরা খুন করেছে বলে বিজেপির অভিযোগ।  

Advertisment

 নবদ্বীপ থানার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় ভৌমিক  (৩৯)। তাঁর বাড়ি প্রাচীন মায়াপুরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগিয়েছে, বিশ্বকর্মা পুজোর  দিন রাতে সঞ্জয় ভৌমিককে বাড়ির মধ্যে ঢুকে লাঠি রড দিয়ে মারধর করা হয়। ওই যুবকের মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, মারধরের পর রাতভর বাড়ির বাইরে অভিযুক্তরা অপেক্ষা করে। তাই গুরুতর আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি।

আরও পড়ুন- Durga Puja 2025: কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরীর পুজো, ৪০০ বছরের ঐতিহ্যে আজও উজ্জ্বল দুর্গোৎসবের স্বকীয়তা

Advertisment

চিকিৎসা না পেয়ে ওই যুবক ক্রমশ লুটিয়ে পড়ে। পরে বৃহস্পতিবার তাকে নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই খুনের ঘটনায় অভিযোগ উঠেছে জয় রায়, তারক দাস,তাপস দাস, ছোট্টুর নামে। এর মধ্যে তারক দাস বছর সাতেক আগে নবদ্বীপের বিধায়কের গাড়ি চালাত। বর্তমানে সে বিধায়কের গাড়ি চালায় না। 

আরও পড়ুন- Purba Bardhaman News:বাবার সঙ্গে বিশ্বকর্মা পুজোয় ঘুরতে যাওয়া হয়নি, অভিমানে ষষ্ঠ শ্রেণির এই পড়ুয়া যা ঘটাল...

এ নিয়ে বিজেপি নেতা শশধর নন্দী বলেন, ওই বিজেপি কর্মিকে তৃণমূলের লোকজন মারধর করে খুন করেছে। ' এ প্রসঙ্গে নবদ্বীপের পুরপ্রধান তথা তৃণমূল নেতা বিমান সাহা বলেন, অভিযুক্তরা আমাদের দলের কেউ নয়। বিজেপি রাজনীতি করে নবদ্বীপের পরিবেশ গরম করতে চাইছে। অভিযুক্ত গাড়ির চালক সে আগে বিধায়কের গাড়ি চালালেও এখন সে অন্য জায়গায় গাড়ি চালায়।' এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: দুর্গাপুজোর দিনগুলিতে মন্ত্রীদের কী কী দায়িত্ব? বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

bjp tmc Murder Nadia