/indian-express-bangla/media/media_files/2025/09/19/murder-2025-09-19-12-55-38.jpg)
BJP worker killed: কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
Nadia BJP worker killed: বিশ্বকর্মা পুজোর মাঝরাতে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে ঘুম থেকে তুলে ব্যাপক ভাবে মারধর করে খুন করা হলো। এই খুনের ঘটনায় নবদ্বীপের বিধায়কের গাড়ির চালক সহ চারজনের নামে অভিযোগ হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। এই খুনের ঘটনায় তৃণমূল আশ্রিতরা খুন করেছে বলে বিজেপির অভিযোগ।
নবদ্বীপ থানার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় ভৌমিক (৩৯)। তাঁর বাড়ি প্রাচীন মায়াপুরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগিয়েছে, বিশ্বকর্মা পুজোর দিন রাতে সঞ্জয় ভৌমিককে বাড়ির মধ্যে ঢুকে লাঠি রড দিয়ে মারধর করা হয়। ওই যুবকের মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, মারধরের পর রাতভর বাড়ির বাইরে অভিযুক্তরা অপেক্ষা করে। তাই গুরুতর আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি।
চিকিৎসা না পেয়ে ওই যুবক ক্রমশ লুটিয়ে পড়ে। পরে বৃহস্পতিবার তাকে নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই খুনের ঘটনায় অভিযোগ উঠেছে জয় রায়, তারক দাস,তাপস দাস, ছোট্টুর নামে। এর মধ্যে তারক দাস বছর সাতেক আগে নবদ্বীপের বিধায়কের গাড়ি চালাত। বর্তমানে সে বিধায়কের গাড়ি চালায় না।
এ নিয়ে বিজেপি নেতা শশধর নন্দী বলেন, ওই বিজেপি কর্মিকে তৃণমূলের লোকজন মারধর করে খুন করেছে। ' এ প্রসঙ্গে নবদ্বীপের পুরপ্রধান তথা তৃণমূল নেতা বিমান সাহা বলেন, অভিযুক্তরা আমাদের দলের কেউ নয়। বিজেপি রাজনীতি করে নবদ্বীপের পরিবেশ গরম করতে চাইছে। অভিযুক্ত গাড়ির চালক সে আগে বিধায়কের গাড়ি চালালেও এখন সে অন্য জায়গায় গাড়ি চালায়।' এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।