/indian-express-bangla/media/media_files/2025/05/20/VhMfyQoyI1oRJObogpE4.jpg)
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Abhishek-SIR:আবারও ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা S I R ইস্যুতে সোচ্চার হলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এস আই আর বাংলায় করা যাবে না বলে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। এস আই আর ইস্যুতে ফের একবার কেন্দ্রের শাসকদল BJP-কে নিশানা করে আরও একগুচ্ছ অভিযোগ অভিষেকের।
কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস আই আর ইসুতে কেন্দ্রের শাসকদল বিজেপিকে আরও একবার নিশানা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফের এস আই আর-এর তীব্র বিরোধিতায় ডায়মন্ড হারবারের তৃণমূল সংসদ।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্র কিছু লুকোতে চাইছে। সেই কারণে এস আই আর নিয়ে আলোচনা চাইছে না কেন্দ্র। ১১ আগস্ট জাতীয় নির্বাচন কমিশনে যাবে বিরোধীরা। রাজ্যে গরিবের নাম সবার আগে বাদ যাবে। কাল কর্নাটকের উদাহরণ কংগ্রেসের। BJP অনেক আসনে খুব কম মার্জিনে জিতেছে। আমরা চাই সংসদ চলুক। বাংলায় এরা টেস্ট করে ট্রায়াল করে দেখে নিয়েছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে BJP বাংলায় হেরেছে। যে কাজ করতে দু'বছর লাগে, সেটা দু'মাসে কী করে হয়। বাংলায় মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে, তাই ভোটাধিকার কেড়ে নিতে এস আই আর।"
অভিষেক এদিন আরও বলেন, "S I R বাংলায় হবে না। চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেব না। একটা মানুষেরও নাম যদি ভোটার তালিকায় বাদ যায় আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব। ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল এস আই আর। S I R করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। এটা আমরা মানব না।"
আরও পড়ুন- Abhishek-Kalyan:অভিষেকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক কল্যাণের, শেষমেশ গল বরফ?