Kaliganj By-election results:কালীগঞ্জে প্রত্যাশার জয় পেয়ে পরবর্তী 'লক্ষ্য' স্পষ্ট করলেন তৃণমূলের আলিফা আহমেদ

Kaliganj by poll results: নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।

Kaliganj by poll results: নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।

author-image
Mousumi Das Patra
New Update
Nirmal Dutta,  TMC leader attack,  Bidhannagar shooting,  Trinamool Congress , gun attack on politician,  West Bengal news  ,Kali Puja incident  ,political violence in Bengal,  TMC leader injured,  Bidhannagar crime,নির্মল দত্ত  ,তৃণমূল কংগ্রেস,  বিধাননগর,  গুলি হামলা  ,কালীপুজো ঘটনা,  বিজেপি,  তৃণমূল নেতা আহত , পুলিশ তদন্ত  ,দুষ্কৃতী শনাক্তকরণ

TMC: প্রতীকী ছবি।

৫ বছর আগে প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের জয়ের মার্জিনকে ছাপিয়ে গেলেন কন্যা আলিফা আহমেদ। প্রায় ৫০ হাজার ভোটে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশীষ ঘোষকে হারিয়ে দিলেন। তৃতীয় স্থানে থাকল কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী কাবিল উদ্দিন সেখ। তবে গত ২০২১ বিধানসভার নির্বাচনের তুলনায় তাদের ভোট বেড়েছে ৩ হাজারের বেশি ভোট। সেক্ষেত্রে বিজেপির ভোট কমেছে ১২ হাজার। তবে এদিনের উপনির্বাচনের গণনায় উল্লেখযোগ্য ঘটনা ১৮ রাউন্ডের শেষে বাবাকে ছাপিয়ে গেলেন মেয়ে।

Advertisment

২০২১ বিধানসভা নির্বাচনের এই কেন্দ্রে নাসিরউদ্দিন আহমেদের প্রায় ৪৭ হাজার ভোটের মার্জিনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রায়র্থীকে পরাজিত করেন।প্রসঙ্গত ১ ফেব্রুয়ারী প্রয়াত হন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ কেন্দ্রের এই উপনির্বাচন ১৯ জুন হয়। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র সহ দেশের ৪ রাজ্যের ৫ টি বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হয়। এদিন উপনির্বাচনের ফলপ্রকাশ হতে ব্যবধান বাড়াতে থাকে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের।

১৮ রাউন্ডের শেষে প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের ভোটের ব্যবধানকে ছাপিয়ে যায় আলিফা। ভোটের মার্জিন বাড়ছিল আলিফার তবে ভাগীরথী নদী লাগোয়া হিন্দু অধ্যুষিত মাটিয়ারি, ফরিদপুর, গোবরা, মীরা-১ , দেবগ্রামের একটা অংশ সহ বেশ কিছু জায়গায় বিজেপি তাদের ভোট পাওয়ায় ভোটের মার্জিন ৪৯ হাজার ৭০০তে থেমে যায়। এদিনের ভোটের উল্লেখযোগ্য বিষয় হলো কংগ্রেস সিপিএম জোটের অষ্টম রাউন্ড পর্যন্ত দ্বিতীয় হয়ে থাকা।

Advertisment

আরও পড়ুন- Cpim-Tmc: তৃণমূলের খাসতালুকে 'বিপ্লব', লাল ঝাণ্ডা পুঁতে জমির দখল নিল CPM

নবম রাউন্ড থেকে বিজেপি দ্বিতীয় হয়ে যায়। বিজেপি প্রার্থী আশীষ ঘোষের প্রাপ্ত ভোট ৫২ হাজার ৪২৪ টি। কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন সেখের প্রাপ্ত ভোট ২৮ হাজার ২৬২ টি। এদিন আলিফা আহমেদ বলেন, ভোটের পারসেন্টেজ কম হয়েছে। নাহলে ভোটের মার্জিন আরও বাড়ত। 

আরও পড়ুন- Kaliganj bomb blast: তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা, বেঘোরে প্রাণ খোয়াল একরত্তি মেয়ে, গ্রেফতার ১

তিনি বলেন, ভোট গণতান্ত্রিক উৎসব। মেরুকরণ কাম্য নয়। তা হলে দুর্ভাগ্যজনক। এটা যাতে না হয় তার জন্য মানুষের কাছে পৌঁছাব। বলব উন্নয়ন দেখে ভোট দিন।'

এই জয় মমতা বন্দ্যোপাধ্যাকে উৎসর্গ করবো জানিয়ে আলিফা বলেন, আমার বাবার অসম্পূর্ণ কাজ করবো। একইসঙ্গে রাস্তা ঘাট, পলাশি সুগার মিল সহ উন্নয়নমূলক কাজ করবো।'

Kaliganj by-election tmc