Avhishek Banerjee: উপরাষ্ট্রপতি নির্বাচনে কয়েকশো কোটি টাকার খেলা! ভয়ঙ্কর অভিযোগ অভিষেকের, SIR নিয়েও লড়াই জারির বার্তা

Avhishek Banerjee: অভিষেক বলেন, "ভোট কেনাবেচার জন্য প্রতি জনের পেছনে ১৫-২০ কোটি টাকা খরচ করা হয়েছে। যারা জনগণের প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়েছেন, তারা মানুষের ভরসা ও আবেগ বিক্রি করছেন। প্রতিনিধি কেনা যায়, কিন্তু মানুষকে কেনা যায় না"।

Avhishek Banerjee: অভিষেক বলেন, "ভোট কেনাবেচার জন্য প্রতি জনের পেছনে ১৫-২০ কোটি টাকা খরচ করা হয়েছে। যারা জনগণের প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়েছেন, তারা মানুষের ভরসা ও আবেগ বিক্রি করছেন। প্রতিনিধি কেনা যায়, কিন্তু মানুষকে কেনা যায় না"।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek-banerjee-global-anti-terror-delegation

হুঙ্কার যুবরাজের

Avhishek Banerjee: উপরাষ্ট্রপতি নির্বাচনে টাকার খেলা! ভয়ঙ্কর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন ডায়মণ্ড হারবারের সাংসদ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়  বলেন, ' গতকাল আমি কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছি, ভোট কেনাবেচার জন্য প্রতি জনের পেছনে ১৫-২০ কোটি টাকা খরচ করা হয়েছে। যারা জনগণের প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়েছেন, তারা মানুষের ভরসা ও আবেগ বিক্রি করছেন। প্রতিনিধি কেনা যায়, কিন্তু মানুষকে কেনা যায় না"। তিনি আরও অভিযোগ করেছেন, "অতীতেও বিজেপি একইভাবে টাকার জোরে সরকার ভেঙেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচনের উদাহরণ টেনে বিজেপিকে নিশানা করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,  ২০২৪ সালেও ভোটের আগের দিন এজেন্ট কেনার চেষ্টা করেছিল; কাউকে ৫ হাজার, কাউকে ১০ হাজার টাকা দিয়েছে। হাজার হাজার টাকা খরচ করেছে ভোট এজেন্ট কিনতে। কিন্তু বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে নেতাদের কেনা যায়, কিন্তু মানুষকে নয়"। 

Advertisment

আরও পড়ুন- 'প্রিয় মমতা দিদুন, মাকে বাড়ি ফিরিয়ে দাও', মুখ্যমন্ত্রীকে চিঠি একরত্তির, ঝড়ের বেগে ভাইরাল

আগামী বছরই বাংলায় বিধানসভা নির্বাচন তার আগেই SIR নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এনিয়ে আজ সাংবাদিকের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় বলেন, "এটা ঠিক করবে নির্বাচন কমিশন। তবে আমরা বলেছি, আদালতের অভ্যন্তরে-বাইরে আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের তোলা প্রশ্নগুলির উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টেও তারা বিরোধিতার মুখে পড়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে, পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকে ১২তম নথি হিসেবে মানতেই হবে। এখানে ওরা ইতিমধ্যেই হেরে গিয়েছে। যদি সত্যিই মৃত ভোটার বা ভূতুড়ে ভোটার বাদ দিতে হয়, তবে এই একই ভোটার তালিকার ওপর ভিত্তি করেই ২০২৪ সালে নরেন্দ্র মোদি নির্বাচিত হয়েছেন। যদি এই তালিকাই অবৈধ হয়, তবে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সবই অবৈধ। সেই ক্ষেত্রে তাঁদের পদত্যাগ করে লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে SIR করতে হবে। আমরা সমর্থন করব।" 

Advertisment

কেন্দ্রের সিএএ নিয়ে প্রশ্ন তুলে অভিষেক এদিন বলেন, যখন বিজেপি সিএএ এনেছিল, তখন বলা হয়েছিল আরও মানুষকে নাগরিকত্ব দেবে। বাস্তবে কতজনকে দিয়েছেন? এটা আসলে এনআরসি আনার পিছনের দরজা। নোট বাতিল করেছিলেন শিল্পপতি বন্ধুদের সুবিধা দেওয়ার জন্য, কালো টাকা দূর করার জন্য নয়। কৃষি আইন পাশ করে ৭০০ কৃষককে আত্মহত্যায় বাধ্য করেছিলেন। কৃষকদের কল্যাণের জন্য আপনাদের কখনও সদিচ্ছা ছিল না"। প্রধানমন্ত্রীর মণিপুর সফর নিয়ে খোঁচা দিয়ে অভিষেক বলেন, 'মণিপুর ২–২.৫ বছর ধরে জ্বলছে, আর আপনি যাচ্ছেন এখন! প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব ছিল অনেক আগেই সেখানে যাওয়া। আগামীবার মণিপুরে নির্বাচন হলে মানুষ তার জবাব দেবে'। 

আরও পড়ুন- অশান্তি-বিক্ষোভে উত্তপ্ত নেপাল, কলকাতায় বসে পরিবারের চিন্তায় বুকটা কেঁপে উঠল....

নেপালের অশান্তির পরিপ্রেক্ষিপ্তে কেন্দ্রের পাশে থাকার বার্তা অভিষেকের। তৃণমূল সাংসদ এদিন বলেন, আমরা দেখলাম নেপালে কী ঘটল। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে কথা বলেছেন। আমরা সবসময় শান্তির পক্ষে, চাই যত দ্রুত সম্ভব স্থিতিশীলতা ফিরুক। তবে এটা যেহেতু কেন্দ্রীয় সরকারের বিষয়, তাই কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, আমরা তার পাশে থাকব। পহেলগাঁওয়ের মতোই, দেশের সীমান্ত, নিরাপত্তা বা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবসময় দেশের স্বার্থে দেশের সিদ্ধান্তকে সমর্থন করব"।  

abhishek banerjee