fake job card:ভুয়ো জব কার্ড বাতিলের শীর্ষে কোন রাজ্যগুলি? 'তথ্য' তুলে BJP-কে তুলোধনা তৃণমূলের

fake job card cancellation: এবার ভুয়ো জব কার্ড বাতিল ইস্যুতে পাল্টা BJP-র উপর চাপ বাড়ানেরা কৌশল নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রীতিমতো 'তথ্য' তুলে কেন্দ্রকে আক্রমণ জোড়াফুলের।

fake job card cancellation: এবার ভুয়ো জব কার্ড বাতিল ইস্যুতে পাল্টা BJP-র উপর চাপ বাড়ানেরা কৌশল নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রীতিমতো 'তথ্য' তুলে কেন্দ্রকে আক্রমণ জোড়াফুলের।

author-image
IE Bangla Web Desk
New Update
fake job card cancellation list  ,top states with fake job card deletions  ,BJP ruled states fake job cards,  NDA states fake job card deletion,  TMC alleges Central bias,  West Bengal minority in deletions,  unequal MGNREGA scrutiny,  Centre punitive approach to Bengal,ভুয়ো জব কার্ড বাতিল তালিকা  ,মলিন জব কার্ড বাতিল রাজ্য,  বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড  ,এনডিএ রাজ্য ভুয়ো কার্ড বাতিল,  তৃণমূল অভিযোগ কেন্দ্রীয় পক্ষপাত,  পশ্চিমবঙ্গ মজুরি অভিযোগ  ,মেগা ভুয়ো জব কার্ডের পতন  ,কেন্দ্রীয় দৃষ্টান্তহীনতা বাঙলা বিরোধিতা  ,মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া মজুরি বাতিল

MGNREGA: প্রতীকী ছবি।

fake job cards-MGNREGA:এরাজ্যে ১০০ দিনের কাজে বহুদিন ধরে টাকা পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ শাসকদল তৃণমূলের। এক্ষেত্রে কেন্দ্রের অভিযোগ ছিল পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ডের মাধ্যমে কেন্দ্রের টাকা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে। রাজ্যের শাসকদল তৃণমূলকেই এব্যাপারে নিশানা করে গত কয়েক বছর ধরে লাগাতার সোচ্চার প্রধান বিরোধী দদল BJP। তবে এবার রীতিমতো 'তথ্য' তুলে ধরে ভুয়ো জব কার্ড ইস্যুতে বিজেপিকে পাল্টা আক্রমণে তৃণমূল।

Advertisment

তৃণমূলের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে ভুয়ো জব কার্ড ইস্যুতে কিছু 'তথ্য' তুলে ধরা হয়েছে। তৃণমূলের তুলে ধরা সেই 'তথ্য' বলছে ২০২৪-২৫ অর্থবর্ষে গোটা দেশজুড়ে ৫৮,৮২৬টি  ভুয়ো MGNREGA কার্ড বাতিল করা হয়েছিল। যার মধ্যে ৪২,৭৩৮টি ভুয়ো জব কার্ড ছিল NDA শাসিত রাজ্যগুলিতেই। 

এক্ষেত্রে তৃণমূলের দেওয়া 'তথ্য' বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে বিহারে ৮,১১১টি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে, ওড়িশার ক্ষেত্রে সংখ্যাটা ৭৫৬৬টি, অসমে ৭৩৪১টি, ছত্তীশগড়ে ৬,৮৮৮টি। এছাড়াও উত্তর প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশেও আরও হাজার-হাজার ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে বলে দাবি তৃণমূলের। এই প্রতিটি রাজ্যেই হয় কোথাও বিজেপির সরকার রয়েছে না হয় এনডিএ জোটের সরকার আছে। তৃণমূলের দাবি, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে মাত্র দু'টি ভুয়ো জব কার্ড বাতিলের ঘটনা ঘটেছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News LIVE Updates:সময় বেঁধে দিয়েছিলেন মোদী-শাহ? হুমকির মুখে পদত্যাগ ধনখড়ের? বিস্ফোরক দাবি কল্যাণের

উপরোক্ত এই 'তথ্য' তুলে ধরে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে তৃণমূল। এক্স পোস্টে এই ব্যাপারে তৃণমূলের তরফে লেখা হয়েছে, "নরেন্দ্র মোদীর সরকার বাংলার জন্য বরাদ্দকৃত MGNREGA তহবিলের ৩৬,০৯৫ কোটি টাকা আটকে রেখেছে। রাজ্যে এই প্রকল্পটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। কলকাতা হাইকোর্ট ১ আগস্ট ২০২৫ থেকে MGNREGA পুনরায় চালু করার নির্দেশ দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার বলছে যে এই ব্যাপারে আরও পদক্ষেপ করার সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি।" নরেন্দ্র মোদীর সরকারের এই মনোভাবকে বাংলার প্রতি একটি 'অর্থনৈতিক অপরাধ' হিসেবে দেখছে তৃণমূল। রাজনৈতিকভাবে তৃণমূলকে হারাতে না পেরে মোদী সরকার বাংলার মানুষের পেটে 'লাথি' মারছে বলে অভিযোগ শাসকদলের।

আরও পড়ুন- Sujay Krishna Bhadra:ফের চর্চায় সুজয়কৃষ্ণ ভদ্র! অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল? নাকি ফের জেলে কালীঘাটের কাকু?

tmc bjp MGNREGA