/indian-express-bangla/media/media_files/2025/07/23/job-card-2025-07-23-18-11-26.jpg)
MGNREGA: প্রতীকী ছবি।
fake job cards-MGNREGA:এরাজ্যে ১০০ দিনের কাজে বহুদিন ধরে টাকা পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ শাসকদল তৃণমূলের। এক্ষেত্রে কেন্দ্রের অভিযোগ ছিল পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ডের মাধ্যমে কেন্দ্রের টাকা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে। রাজ্যের শাসকদল তৃণমূলকেই এব্যাপারে নিশানা করে গত কয়েক বছর ধরে লাগাতার সোচ্চার প্রধান বিরোধী দদল BJP। তবে এবার রীতিমতো 'তথ্য' তুলে ধরে ভুয়ো জব কার্ড ইস্যুতে বিজেপিকে পাল্টা আক্রমণে তৃণমূল।
তৃণমূলের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে ভুয়ো জব কার্ড ইস্যুতে কিছু 'তথ্য' তুলে ধরা হয়েছে। তৃণমূলের তুলে ধরা সেই 'তথ্য' বলছে ২০২৪-২৫ অর্থবর্ষে গোটা দেশজুড়ে ৫৮,৮২৬টি ভুয়ো MGNREGA কার্ড বাতিল করা হয়েছিল। যার মধ্যে ৪২,৭৩৮টি ভুয়ো জব কার্ড ছিল NDA শাসিত রাজ্যগুলিতেই।
এক্ষেত্রে তৃণমূলের দেওয়া 'তথ্য' বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে বিহারে ৮,১১১টি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে, ওড়িশার ক্ষেত্রে সংখ্যাটা ৭৫৬৬টি, অসমে ৭৩৪১টি, ছত্তীশগড়ে ৬,৮৮৮টি। এছাড়াও উত্তর প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশেও আরও হাজার-হাজার ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে বলে দাবি তৃণমূলের। এই প্রতিটি রাজ্যেই হয় কোথাও বিজেপির সরকার রয়েছে না হয় এনডিএ জোটের সরকার আছে। তৃণমূলের দাবি, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে মাত্র দু'টি ভুয়ো জব কার্ড বাতিলের ঘটনা ঘটেছে।
⚠️ 58,826 fake MGNREGA job cards were cancelled across India in 2024-25
— All India Trinamool Congress (@AITCofficial) July 23, 2025
⚠️ 42,738 of these were in NDA-ruled states
⚠️ Top 4 states with the highest deletions? All NDA-governed
📍 Bihar – 8,111
📍 Odisha – 7,566
📍 Assam – 7,341
📍 Chhattisgarh – 6,888
📍 Thousands more cancelled…
উপরোক্ত এই 'তথ্য' তুলে ধরে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে তৃণমূল। এক্স পোস্টে এই ব্যাপারে তৃণমূলের তরফে লেখা হয়েছে, "নরেন্দ্র মোদীর সরকার বাংলার জন্য বরাদ্দকৃত MGNREGA তহবিলের ৩৬,০৯৫ কোটি টাকা আটকে রেখেছে। রাজ্যে এই প্রকল্পটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। কলকাতা হাইকোর্ট ১ আগস্ট ২০২৫ থেকে MGNREGA পুনরায় চালু করার নির্দেশ দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার বলছে যে এই ব্যাপারে আরও পদক্ষেপ করার সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি।" নরেন্দ্র মোদীর সরকারের এই মনোভাবকে বাংলার প্রতি একটি 'অর্থনৈতিক অপরাধ' হিসেবে দেখছে তৃণমূল। রাজনৈতিকভাবে তৃণমূলকে হারাতে না পেরে মোদী সরকার বাংলার মানুষের পেটে 'লাথি' মারছে বলে অভিযোগ শাসকদলের।