Anubrata Mondal: দ্বন্দ্ব ভুলে ঐক্যের বার্তা! 'ক্যাপ্টেন' অনুব্রতই, বড় সিদ্ধান্ত কোর কমিটির বৈঠকে

Anubrata Mondal: সমস্ত বিতর্কে জল ঢেলে দীর্ঘদিন পর ফের কাজল সেখ ও অনুব্রত মণ্ডল এক জায়গাই। শনিবারের বৈঠকে কাজল ও অনুব্রত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা।

Anubrata Mondal: সমস্ত বিতর্কে জল ঢেলে দীর্ঘদিন পর ফের কাজল সেখ ও অনুব্রত মণ্ডল এক জায়গাই। শনিবারের বৈঠকে কাজল ও অনুব্রত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা।

author-image
Ashis Kumar Mondal
আপডেট করা হয়েছে
New Update
anubrata mondal

কোর কমিটির বৈঠকে ঐক্যের বার্তা

Anubrata Mondal: অনুব্রতর নেতৃত্বে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে শিলমোহর পড়ল বোলপুর তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ  সিনহা, সুদীপ্ত ঘোষ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি কাজল শেখ।

আরও পড়ুন-  উইকেন্ডে রাজ্যজুড়েই শীতের আমেজ!

Advertisment

সমস্ত বিতর্কে জল ঢেলে দীর্ঘদিন পর ফের কাজল সেখ ও অনুব্রত মণ্ডল এক জায়গাই। শনিবারের বৈঠকে কাজল ও অনুব্রত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা। বৈঠকে উন্নয়ন নিয়ে আলোচনা ছাড়াও সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় বিকাশ রায়চৌধুরী থাকবেন কোর কমিটির আহ্বায়ক।

যুবককে অপহরণ, মোটা টাকা মুক্তিপণের দাবি, জঙ্গলে অভিযান, পুলিশের তৎপরতায় রক্ষে

Advertisment

মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বসবে কোর কমিটির বৈঠক। মুখ্যমন্ত্রীর কাছ থেকে পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত অনুব্রতকে জেলার ক্যাপ্টেন হিসেবে রেখেই চলবে সমস্ত কাজ। অর্থাৎ তিনি থাকছেন জেলা কমিটির সভাপতি এবং কোর কমিটির ক্যাপ্টেন। জেলা কমিটি ও কোর কমিটি এক সঙ্গে চলবে কিনা সে বিষয়ে পরবর্তী কোর কমিটির বৈঠকে ঠিক হবে বলে সূত্রের খবর।

খুনের চেষ্টার পিছনে জমি বিবাদ? তৃণমূল কাউন্সিলার 'গুণ্ডা' বিস্ফোরক দাবি ধৃতের

কাজল শেখ বলেন, আজকে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। দলনেত্রী এবং যুবরাজ অভিষেকের নির্দেশে বৈঠক হয়েছে। পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে।  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, কাজল সেখ বললেন, আমরাও সব সময় বলি ও মানি অনুব্রত মণ্ডল  আমাদের অভিভাবক। তাঁকে আমরা সবাই খুবই শ্রদ্ধা করি। তাঁর পরামর্শ মোতাবেক আমরা এগিয়ে চলবো। এক্ষেত্রে কোর কমিটি বা জেলা কমিটি নিয়ে কোনো বিভেদ নেই। আগামী পনেরো ডিসেম্বরে রামপুরহাটে কোর কমিটির বৈঠক হবে।

Anubrata Mandol