TMC:“দোষী যেই হোক রেহাই নেই”! ধর্ষণ মামলায় অভিযুক্ত কাউন্সিলরকে বহিষ্কার করল তৃণমূল

TMC leader suspended: ডাকাবুকো এই তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের মতো অভিযোগ উঠেছিল। বিরোধীরা বিষয়টি নিয়ে শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে সোচ্চার হয়েছিল। শেষমেশ কঠিন পদক্ষেপ জোড়াফুলের।

TMC leader suspended: ডাকাবুকো এই তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের মতো অভিযোগ উঠেছিল। বিরোধীরা বিষয়টি নিয়ে শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে সোচ্চার হয়েছিল। শেষমেশ কঠিন পদক্ষেপ জোড়াফুলের।

author-image
Ashis Kumar Mondal
New Update
TMC councillor expelled,  Priyonath Sau rape case  ,Rampurhat news  ,Birbhum TMC councillor  ,West Bengal political news  ,TMC leader suspended  ,তৃণমূল কাউন্সিলর বহিষ্কার  ,প্রিয়নাথ সাউ ধর্ষণ অভিযোগ,  রামপুরহাট সংবাদ  ,বীরভূম তৃণমূল খবর,  ধর্ষণ অভিযোগে বহিষ্কার,  আশীষ বন্দ্যোপাধ্যায় সংবাদ  ,তৃণমূল কংগ্রেস আপডেট,Ashish Banerjee press meet

প্রতীকী ছবি।

বীরভূমের রামপুরহাটে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা রামপুরহাট শহর তৃণমূল কমিটির সহ-সভাপতি প্রিয়নাথ সাউকে অনির্দিষ্ট কালের জন্য দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দুপুরে রামপুরহাটে দলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের ডেপুটি স্পিকার ও রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়।

Advertisment

দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগের খবর প্রকাশ্যে আসার পরই জেলা নেতৃত্ব বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে। তারপরেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয়নাথ সাউকে বহিষ্কার করার। আশীষ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, “তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এমন ঘটনার সঙ্গে যুক্ত কারও পাশে নেই। আইন আইনের পথে চলবে। দল এই ঘটনাকে সম্পূর্ণভাবে নিন্দা করছে।”

আরও পড়ুন- West Bengal News Live Updates:চার আঙুল হারানো প্রদীপ করের হাতে লেখা চিঠি? NRC আতঙ্কে আত্মহত্যা নিয়ে প্রশ্ন

Advertisment

উল্লেখ্য, বৃহস্পতিবার রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। অভিযোগের ভিত্তিতে রামপুরহাট থানায় এফআইআর দায়ের হয়েছে। ঘটনার খবর চাউর হতেই সমগ্র রামপুরহাটে শোরগোল পড়ে যায়। বিরোধীরা শাসক দলের কড়া সমালোচনা করে দাবি তোলে, দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

আরও পড়ুন- Birbhum News:“বাংলাদেশে ফেরত যেতে হবে?”, এবার SIR নিয়ে ভয়ে আত্মঘাতী বৃদ্ধ

দল থেকে বহিষ্কারের পর স্থানীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পদক্ষেপের মাধ্যমে তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিতে চায় যে, অপরাধমূলক ঘটনায় যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনো পর্যন্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করেনি।

আরও পড়ুন- Bank holidays:নভেম্বরেও ছুটির পর ছুটি! ক'দিন বন্ধ থাকবে ব্যাংক? ভোগান্তি এড়াতে আগেভাগে জানুন

এদিকে, ঘটনায় ন্যায়বিচার চেয়ে সরব হয়েছে স্থানীয় মহিলারা ও সামাজিক সংগঠনগুলি।দলীয় সূত্রে জানা যাচ্ছে, রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই বিষয়টির ওপর নজর রাখছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Latest news west bengal latest news Birbhum tmc