TMC slams Suvendu Adhikari Kashmir warning: গতকালই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে দেখা করেছেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ও ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে বাঙালি পর্যটকদের নির্ভয়ে কাশ্মীরে যেতে অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রীর সেই আবেদনের প্রবল সমালোচনা করে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু সমালোচনাই নয়, মুসলিম জনসংখ্যা যেখানে বেশি সেখানে পর্যটকদের যেতে নিষেধ করেছেন তিনি। শুভেন্দুর সেই মন্তব্যেরও পাল্টা সমালোচনায় সরব রাজ্যের শাসকদল।
তৃণমূলের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। সেই ভিডিও-য় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে, "কাশ্মীরে যদি যেতেই হয়, তাহলে জম্মুতে যান। মুসলিম জনসংখ্যা যেখানে বেশি সেখানে যাবেন না। জামা কাপড় খুলে, সিঁদুর দেখে বেছে বেছে মেরেছে। আমাদের তো হিমাচল প্রদেশ রয়েছে, সেই দেবভূমিতে যান, উত্তরাখণ্ডে যান, ওড়িশায় যান। গোটা দেশে ঘোরা উচিত। বিদেশ থেকেও লোকজন আসেন। আমি বিমানবন্দরে সেদিন বিটন অধিকারীর স্ত্রী ও সমীর গুহের স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। ওদের চোখের জল যা আমি দেখেছি, আমি তাই বাঙালিদের বলছি, যেখানে মুসলিম বেশি যাবেন না। আগে প্রাণ বাঁচান, বাচ্চাদের বাঁচান।"
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা সমালোচনায় রাজ্যের শাসকদল। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতার সমালোচনার করে লেখা হয়েছে, "গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশবাসীকে জম্মু-কাশ্মীর ভ্রমণের আহ্বান জানান। অথচ BJP-র নেতারা, বিশেষত শুভেন্দু অধিকারী, মানুষকে কাশ্মীর না যাওয়ার পরামর্শ দিয়ে প্রকাশ্যে ভয় ছড়াচ্ছেন। পহেলগাঁওতে জঙ্গি হামলার মূল উদ্দেশ্য ছিল কাশ্মীরের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া — আর শুভেন্দু ঠিক সেই কাজটাই করছেন, যা জঙ্গিরা চেয়েছিল। এটা লজ্জাজনক, পরিকল্পিত এবং সাম্প্রদায়িক উসকানির নজির। এই সেই বিজেপি, যারা ভারতের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি মুছে ফেলতে চায়। গণতান্ত্রিক দেশে এই ধরনের উক্তির কোনও স্থান নেই। বিজেপিকে আমরা দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে দেব না — না কাশ্মীরে, না বাংলায়, না ভারতের কোথাও।"
আরও পড়ুন- West Bengal News live updates:রাজ্যের প্রতিটি জেলায় শপিংমল তৈরির ঘোষণা, নির্মাতাদের শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, গতকাল জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। পরে ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি পুজোর পর কাশ্মীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের পর্যটকদের উচিত কাশ্মীরে যাওয়া, কোনও ভয় নেই। আরও বেশি সংখ্যক পর্যটক যাতে কাশ্মীরে যেতে পারেন তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকেই পদক্ষেপ করতে হবে।"
আরও পড়ুন- TMC leader shot dead:শওকত ঘনিষ্ঠ তৃণমূলের ডাকাবুকো নেতাকে গুলি করে কুপিয়ে খুন, অশান্তির স্রোত ভাঙড়ে
Suvendu on Kashmir:'আগে প্রাণ বাঁচান, ভুলেও কাশ্মীর যাবেন না', শুভেন্দুর মন্তব্যের প্রবল সমালোচনায় তৃণমূল
Suvendu Adhikari controversial Kashmir remarks: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাশ্মীর নিয়ে করা মন্তব্যের প্রবল সমালোচনা শাসকদল তৃণমূলের।
Suvendu Adhikari controversial Kashmir remarks: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাশ্মীর নিয়ে করা মন্তব্যের প্রবল সমালোচনা শাসকদল তৃণমূলের।
Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
TMC slams Suvendu Adhikari Kashmir warning: গতকালই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে দেখা করেছেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ও ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে বাঙালি পর্যটকদের নির্ভয়ে কাশ্মীরে যেতে অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রীর সেই আবেদনের প্রবল সমালোচনা করে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু সমালোচনাই নয়, মুসলিম জনসংখ্যা যেখানে বেশি সেখানে পর্যটকদের যেতে নিষেধ করেছেন তিনি। শুভেন্দুর সেই মন্তব্যেরও পাল্টা সমালোচনায় সরব রাজ্যের শাসকদল।
তৃণমূলের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। সেই ভিডিও-য় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে, "কাশ্মীরে যদি যেতেই হয়, তাহলে জম্মুতে যান। মুসলিম জনসংখ্যা যেখানে বেশি সেখানে যাবেন না। জামা কাপড় খুলে, সিঁদুর দেখে বেছে বেছে মেরেছে। আমাদের তো হিমাচল প্রদেশ রয়েছে, সেই দেবভূমিতে যান, উত্তরাখণ্ডে যান, ওড়িশায় যান। গোটা দেশে ঘোরা উচিত। বিদেশ থেকেও লোকজন আসেন। আমি বিমানবন্দরে সেদিন বিটন অধিকারীর স্ত্রী ও সমীর গুহের স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। ওদের চোখের জল যা আমি দেখেছি, আমি তাই বাঙালিদের বলছি, যেখানে মুসলিম বেশি যাবেন না। আগে প্রাণ বাঁচান, বাচ্চাদের বাঁচান।"
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা সমালোচনায় রাজ্যের শাসকদল। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতার সমালোচনার করে লেখা হয়েছে, "গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশবাসীকে জম্মু-কাশ্মীর ভ্রমণের আহ্বান জানান। অথচ BJP-র নেতারা, বিশেষত শুভেন্দু অধিকারী, মানুষকে কাশ্মীর না যাওয়ার পরামর্শ দিয়ে প্রকাশ্যে ভয় ছড়াচ্ছেন। পহেলগাঁওতে জঙ্গি হামলার মূল উদ্দেশ্য ছিল কাশ্মীরের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া — আর শুভেন্দু ঠিক সেই কাজটাই করছেন, যা জঙ্গিরা চেয়েছিল। এটা লজ্জাজনক, পরিকল্পিত এবং সাম্প্রদায়িক উসকানির নজির। এই সেই বিজেপি, যারা ভারতের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি মুছে ফেলতে চায়। গণতান্ত্রিক দেশে এই ধরনের উক্তির কোনও স্থান নেই। বিজেপিকে আমরা দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে দেব না — না কাশ্মীরে, না বাংলায়, না ভারতের কোথাও।"
আরও পড়ুন- West Bengal News live updates:রাজ্যের প্রতিটি জেলায় শপিংমল তৈরির ঘোষণা, নির্মাতাদের শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, গতকাল জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। পরে ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি পুজোর পর কাশ্মীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের পর্যটকদের উচিত কাশ্মীরে যাওয়া, কোনও ভয় নেই। আরও বেশি সংখ্যক পর্যটক যাতে কাশ্মীরে যেতে পারেন তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকেই পদক্ষেপ করতে হবে।"
আরও পড়ুন- TMC leader shot dead:শওকত ঘনিষ্ঠ তৃণমূলের ডাকাবুকো নেতাকে গুলি করে কুপিয়ে খুন, অশান্তির স্রোত ভাঙড়ে