১০০ দিনের কাজে কেন্দ্রের টাকা মিলছে না বলে বারবার অভিযোগ তুলেছে তৃণমূল। এবার সেই অভিযোগ নিয়ে খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চলেছেন তৃণমূলের সাংসদরা। বৃহস্পতিবার দিল্লিতে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০ সাংসদের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। অবিলম্বে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের খাতে বকেয়া টাকা যাতে কেন্দ্র মিটিয়ে দেয় সেই আবেদন জানাবেন সাংসদরা।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঠিকঠাক মিলছে না বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারের।
আরও পড়ুন- Covid 19 Update: ফের করোনার বিদ্যুৎ গতি, ৪ মাসে দেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা চেয়ে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। এছাড়াও সুযোগ পেলেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- হঠাৎ মমতার পরামর্শ চেয়ে ফোন বিজেপির শীর্ষ নেতার, চর্চা তুঙ্গে
বাংলায় ১০০ দিনের কাজের জন্য বিপুল টাকা আটকে রেখেছে কেন্দ্র, যার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকল্পের কাজ। এমনই অভিযোগ রাজ্য সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এবার তাঁর দলের ১০ সাংসদ বৃহস্পতিবার দেখা করতে চলেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে।
তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়াফুল সাংসদদের এই প্রতিনিধি দলে রয়েছেন সুখেন্দুশেখর রায়, সৌগত রায়, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লুইজিনহো ফালেইরো, কাকলি ঘোষদস্তিদার, জহর সরকার, সাজদা আহমেদ ও প্রতিমা মণ্ডল। বাংলায় ১০০ দিনের কাজে বকেয়া টাকা চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানাবেন তাঁরা।