/indian-express-bangla/media/media_files/2025/02/04/f074NL973FoCT9yBS939.jpg)
BJP MP MP Soumitra Khan: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
Tmc is illegally importing Bangladeshis and make voter cards alleges Soumitra Khan: 'ভূতুড়ে ভোটার' নিয়ে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল। নেতাজি ইন্ডোরের সভা থেকে 'ভূতুড়ে ভোটার' নিয়ে সোচ্চার হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে তাঁর দল ভোটার লিস্ট থেকে 'ভূত' তাড়াতে রাজ্যের সর্বত্র পথে নেমেছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রের শাসক দল BJP। তবে এবার 'ভুয়ো ভোটার' নিয়ে তৃণমূলকেই তুলোধনা করে সংসদে সোচ্চার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।
সৌমিত্র খাঁয়ের অভিযোগ, বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে বেআইনিভাবে লোকজন ঢোকানো হচ্ছে। পরে তাঁদেরই ভোটার আইডি কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। সংসদে এমনই চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছেন BJP সাংসদ সৌমিত্র খাঁ। এ ব্যাপারে রাজ্যের শাসকদল তৃণমূলকেই নিশানা করেছেন তিনি। এই অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন সৌমিত্র।
পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "আজ সংসদের অধিবেশনের শুরুর দিনেই আমি আমার বক্তব্য তুলে ধরবার সুযোগ পাই। আমার বক্তব্যে বরাবরের মতো ভারতবর্ষের বুকে রোহিঙ্গাদের অবস্থান এবং বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের অবস্থান নিয়ে সোচ্চার হই। আমি এর পূর্বেও একাধিকবার দেশের সার্বিক সুরক্ষার কথা ভেবে এই বিষয়ে সোচ্চার হয়েছি। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ইস্যু হারিয়ে ভুয়ো ভোটারের চিহ্নিতকরণের কথা বলছে, অথচ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে বাংলাদেশের সাথে জড়িত বর্ডার এলাকাগুলিতে কিভাবে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রদান করা হয়, কিভাবে তাদের ভারতবর্ষের ভোটার বানিয়ে দেওয়া হয় সেই বিষয়ে তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গ সরকার নীরব! তাই আমি এই বিষয়ে সোচ্চার হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করি।"
"এরাজের ভোটার তালিকায় নাম রয়েছে ভিন রাজ্যের ভোটারদের", সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকে এমনই গুরুতর অভিযোগ এনেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে তাঁর দলের নেতা-কর্মীরা ভোটার লিস্ট থেকে 'ভূত' তাড়াতে পথে নেমেছেন। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে একই এপিক নম্বরে একাধিক ভোটারের হদিশ মিলেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতেই নির্বাচন কমিশনের দফতর থেকে অনলাইনে এই প্রতারণা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যের ভোটার লিস্টে নাম রয়েছে হরিয়ানা, উত্তর প্রদেশ, গুজরাটের ভোটারদের নাম।
ভোটার লিস্ট নিয়ে এমন গুরুতর অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে আগামী তিন মাসের মধ্যেই পদক্ষেপ করা হবে বলে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তবে তৃণমূল এতে বিন্দু মাত্র স্বস্তিতে নেই। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূলের প্রতিনিধি দল। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে আবারও নির্বাচন কমিশনকে স্মারকলিপি জমা দেবেন তৃণমূলের প্রতিনিধিরা।
ভোটার লিস্ট নিয়ে তৃণমূলের উপর্যুপরি অভিযোগের আবহে এবার পাল্টা অভিযোগ নিয়ে সোচ্চার বিজেপি। বাংলাদেশের মুসলিমদের অবৈধভাবে এদেশে আশ্রয়ের সুযোগ করে দিয়ে ভোটার লিস্টে নাম ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সৌমিত্র খাঁ। এক্ষেত্রে তাঁর নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল।