TMC: পঞ্চায়েত বৈঠকে হুলস্থুল! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রধানের মুখে কালি

Kharagpur panchayat clash: পঞ্চায়েত কার্যালয়ে জেনারেল বডির বৈঠক চলাকালীন হঠাৎ এই গন্ডগোল শুরু হয়ে যায়। বসচা রূপ নেয় হাতাহাতি, মারামারির। শেষমেশ পুলিশ যায় ঘটনাস্থলে।

Kharagpur panchayat clash: পঞ্চায়েত কার্যালয়ে জেনারেল বডির বৈঠক চলাকালীন হঠাৎ এই গন্ডগোল শুরু হয়ে যায়। বসচা রূপ নেয় হাতাহাতি, মারামারির। শেষমেশ পুলিশ যায় ঘটনাস্থলে।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC infighting, Kharagpur panchayat clash, Panchayat head Dipali Singh, Sujata Dey, West Midnapore news, Trinamool Congress internal feud, viral video, panchayat meeting fight, ink attack, Bengal politics, breaking news West Bengal, TMC violence,তৃণমূল অন্দরের বচসা, খড়্গপুর পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধান দিপালী সিং, সুজাতা দে, পশ্চিম মেদিনীপুর খবর, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব, ভাইরাল ভিডিও, পঞ্চায়েত বৈঠক, মারপিট, রাজনৈতিক চক্রান্ত, breaking news পশ্চিমবঙ্গ, তৃণমূল সহিংসতা

panchayat clash:তৃণমূল-তৃণমূলে মারামারি! পঞ্চায়েত কার্যালয়েই আক্রান্ত প্রধান।

panchayat meeting: পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের বচসা ও সংঘর্ষের ঘটনা। পঞ্চায়েতের কাজ বণ্টনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এমনকী প্রকাশ্যে পঞ্চায়েত প্রধানের মুখে কালি মাখানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। ঘটনাটি ঘটেছে খড়গপুর-২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে।

Advertisment

ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে, পঞ্চায়েতের জেনারেল বডির মিটিং চলাকালীন সময়ে। জানা গিয়েছে, ওই বৈঠকে পঞ্চায়েতের এক সদস্য সুজাতা দে অভিযোগ করেন, তাঁর এলাকায় উন্নয়নের কাজ করতে গেলে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাঁর অভিযোগের নিশানায় ছিলেন পঞ্চায়েত প্রধান দিপালী সিং।

এই অভিযোগ ওঠার পরেই দু’জনের মধ্যে বচসা চরমে ওঠে। অভিযোগ, প্রথমে পঞ্চায়েত প্রধান দিপালী সিং ওই সদস্য সুজাতা দে-কে লক্ষ্য করে কালি ছিটিয়ে দেন এবং ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: ম্যারাথন তল্লাশি শেষে মাঝরাতে রাজ্যের দাপুটে মন্ত্রীর অফিস থেকে বেরোল ED, আজই বিরাট তথ্য প্রকাশ্যে?

এরপরই স্থানীয় তৃণমূলের আরও কয়েকজন মহিলা সদস্য সুজাতা দে-র পক্ষ নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে চড়াও হন। অভিযোগ, তাঁরা পঞ্চায়েত প্রধান দিপালী সিং-কে ঘিরে হেনস্থা করেন, এমনকী তাঁর মুখে কালি মাখিয়ে দেন ও জামাকাপড় টেনে ছিঁড়ে দেন।

এই চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অভিযুক্ত পঞ্চায়েত প্রধান দিপালী সিং অভিযোগ করেছেন, তাঁর ওপর এই হামলার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে। তাঁর দাবি, “বিজেপির প্ররোচনাতেই এই ঘটনা ঘটানো হয়েছে।” অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল সদস্য সুজাতা দে অভিযোগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

আরও পড়ুন- West Bengal Weather Update:গতকালও প্রবল ঝড়-জলে ভেসেছে কলকাতা-সহ একাধিক জেলা, আজও বেলা গড়ালেই তুমুল দুর্যোগ?

ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনাকে “দলীয় অন্দরের ভুল বোঝাবুঝি” বলে মন্তব্য করা হয়েছে।

Kharagpur Attacked Clash tmc