/indian-express-bangla/media/media_files/2025/10/11/tmc-2025-10-11-10-33-40.jpg)
panchayat clash:তৃণমূল-তৃণমূলে মারামারি! পঞ্চায়েত কার্যালয়েই আক্রান্ত প্রধান।
panchayat meeting: পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের বচসা ও সংঘর্ষের ঘটনা। পঞ্চায়েতের কাজ বণ্টনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এমনকী প্রকাশ্যে পঞ্চায়েত প্রধানের মুখে কালি মাখানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। ঘটনাটি ঘটেছে খড়গপুর-২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে।
ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে, পঞ্চায়েতের জেনারেল বডির মিটিং চলাকালীন সময়ে। জানা গিয়েছে, ওই বৈঠকে পঞ্চায়েতের এক সদস্য সুজাতা দে অভিযোগ করেন, তাঁর এলাকায় উন্নয়নের কাজ করতে গেলে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাঁর অভিযোগের নিশানায় ছিলেন পঞ্চায়েত প্রধান দিপালী সিং।
এই অভিযোগ ওঠার পরেই দু’জনের মধ্যে বচসা চরমে ওঠে। অভিযোগ, প্রথমে পঞ্চায়েত প্রধান দিপালী সিং ওই সদস্য সুজাতা দে-কে লক্ষ্য করে কালি ছিটিয়ে দেন এবং ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।
এরপরই স্থানীয় তৃণমূলের আরও কয়েকজন মহিলা সদস্য সুজাতা দে-র পক্ষ নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে চড়াও হন। অভিযোগ, তাঁরা পঞ্চায়েত প্রধান দিপালী সিং-কে ঘিরে হেনস্থা করেন, এমনকী তাঁর মুখে কালি মাখিয়ে দেন ও জামাকাপড় টেনে ছিঁড়ে দেন।
এই চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অভিযুক্ত পঞ্চায়েত প্রধান দিপালী সিং অভিযোগ করেছেন, তাঁর ওপর এই হামলার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে। তাঁর দাবি, “বিজেপির প্ররোচনাতেই এই ঘটনা ঘটানো হয়েছে।” অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল সদস্য সুজাতা দে অভিযোগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনাকে “দলীয় অন্দরের ভুল বোঝাবুঝি” বলে মন্তব্য করা হয়েছে।