/indian-express-bangla/media/media_files/2025/10/09/west-bengal-weather-update-monsoon-withdrawal-and-autumn-arrival-2025-10-09-08-36-34.jpg)
Bengal Weather Update: শীতের পরশ মিলবে কবে থেকে?
kolkata weather today: অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললেও বর্ষা যেন পিছুই ছাড়ছে না। গতকাল জোড়া ঘূর্ণাবর্তের দাপটে শহর কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে তুমুল বৃষ্টি ও সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত হয়েছে। জল জমে গিয়ে চূড়ান্ত ভোগান্তি বেড়েছে দিকে দিকে। তবে এবার স্বস্তির বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের।
আবহাওয়াবিদদের অনুমান, সম্ভবত এবার বর্ষার বিদায়ের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আপাতত দিন কয়েক আরও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বর্ষার বিদায় পর্ব শুরু হচ্ছে কবে থেকে? আকাশ পরিষ্কার হয়ে শীতের শিরশিরানির শুরুটা হতে পারে কবে থেকে? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আপাতত দিন কয়েক বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এক্ষেত্রে তালিকায় রয়েছে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলা। আজ শনিবার এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে এই জেলাগুলিতে।
আপাতত দিন কয়েক এই পরিস্থিতি চলার পর আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদলটা চোখে পড়তে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের শুরুর দিক থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বর্ষার বিদায়ঘন্টা বেজে যেতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক হতে শুরু করতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
আজ উইকেন্ডে তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। গতকাল কলকাতার একাংশে তুমুল বৃষ্টি হয়েছিল, সঙ্গে প্রবল বজ্রপাতে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল মহানগরীর একটা বড় অংশে। শুক্রবারের পর আজ শনিবারেও কলকাতা শহরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে শহরের আকাশ মেঘলা। আগামী সপ্তাহের শুরু থেকে কলকাতা শহরেও আবহাওয়ার বদল চোখে পড়বে। আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ খানিকটা কমে যাবে মহানগরীতেও।
আরও পড়ুন- পুলিশ পিটিয়ে আসামী ছিনতাই, তৃণমূল নেতার 'বাহুবলী অ্যাকশন', হুলস্থূল কাণ্ডে বিরাট গ্রেফতারি
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
এমনিতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশ খানিকটা কমে গিয়েছে। আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে দুর্যোগ বিধ্বস্ত এলাকাগুলিকে স্বাভাবিক করার জোরদার প্রয়াস চলছে প্রশাসনেরও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সপ্তাহের শুরুর দিক থেকে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে।