নাম না করেই শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়ককে অ্যাসিড মেরে কন্ঠরোধের হুঁশিয়ারি, TMC বিধায়কের মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি

শনিবার সন্ধ্যায় চাঁচল মহকুমার মালতিপুর বিধানসভা কেন্দ্রের এনায়েতনগরে ভিন রাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদ একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। আর সেই সভা মঞ্চ থেকেই একের পর এক বেফাঁস মন্তব্য করে রীতিমতো বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ওই তৃণমূল বিধায়ক।

শনিবার সন্ধ্যায় চাঁচল মহকুমার মালতিপুর বিধানসভা কেন্দ্রের এনায়েতনগরে ভিন রাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদ একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। আর সেই সভা মঞ্চ থেকেই একের পর এক বেফাঁস মন্তব্য করে রীতিমতো বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ওই তৃণমূল বিধায়ক।

author-image
Madhumita Dey
New Update
TMC leader slogan, Ujjal Pal video, TMC internal clash, Ausgram rally protest, TMC viral video, Trinamool Congress slogan, TMC corruption charge, Murshidabad politics, Abdul Lalon, Abhedananda Thandar

বেলাগাম তৃণমূল বিধায়ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের প্রতিবাদে  আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে কড়া ভাষায় তুলোধোনা করলেন জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি। শুধু তাই নয় শিলিগুড়ির বিজেপি বিধায়কের নাম না করে তার কন্ঠরোধ করার জন্য মুখে অ্যাসিড ঢেলে দেওয়ারও মন্তব্য করে রীতিমতো বিতর্কের মুখে পড়েছেন জেলা তৃণমূল সভাপতি। একইসঙ্গে বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও, ওই দলের ঝান্ডা ছিঁড়ে দেওয়ার মতো একাধিক নিদান এই সভা মঞ্চ থেকে দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। তার এই মন্তব্যকে রীতিমতো প্রতিবাদ জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

Advertisment

রক্তে ভেসে যাচ্ছে এলাকা, কালভার্টের নিচ থেকে উদ্ধার দুই যুবকের নিথর দেহ, তুমুল চাঞ্চল্যে হুলস্থূল

শনিবার সন্ধ্যায় চাঁচল মহকুমার মালতিপুর বিধানসভা কেন্দ্রের এনায়েতনগরে ভিন রাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদ একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। আর সেই সভা মঞ্চ থেকেই একের পর এক বেফাঁস মন্তব্য করে রীতিমতো বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ওই তৃণমূল বিধায়ক। তাঁর এমন মন্তব্যে বিরোধী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে। শাসক দলের এই বিধায়কের মুখে লাগাম টানার জন্য পুলিশ প্রশাসনকেও বিষয়টি দেখার দাবি জানিয়েছেন বিরোধীদল বিজেপির জেলা নেতৃত্ব।

Advertisment

এদিন সন্ধ্যায় মালতিপুর বিধানসভার এনায়েতনগরে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ভিন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ এবং বাংলা ভাষার অপমান নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই, জেলা পরিষদ সদস্যা রেহেনা পারভীন প্রমুখ। সেখানেই মঞ্চ থেকে ফের বিতর্কিত মন্তব্য রহিম বক্সীর।

কালো ব্যাজ পরে পরীক্ষা, লড়াই না ছাড়ার অঙ্গীকারের মাঝেও দুর্নীতির বিরাট গন্ধ যোগ্য চাকরিহারার

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের নাম না করে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী রোহিঙ্গা বলছে, তার গলায় এমন ভাবে অ্যাসিড ঢালবো যাতে কন্ঠ বন্ধ হয়ে যায়। বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে। অথচ এই রাজ্যের বিজেপিরা এব্যাপারে প্রতিবাদ করছে না। মানুষকে বলবো ওই দলটাকে বয়কট করুন। বিজেপির পতাকা ছিঁড়ে দিন। এদিকে চাঁচল থানায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে ২৪ ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই কর্মসূচিকে অগণতান্ত্রিক বলে বিজেপি সাংসদকে বেড়া দিয়ে পেটানোর হুমকি দেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। 

কৃষ্ণনগরে ছাত্রী খুনে অবশেষে জালে দেশরাজের বাবা, ছেলের কুর্কীতি সবই জানত এই বিএসএফ জওয়ান?

যদিও তার এই ধরনের বিতর্কিত মন্তব্য নতুন নয়। বিভিন্ন কর্মসূচি থেকে বারবার বিরোধীদের বেলাগাম আক্রমণ করেন তিনি। যদিও নিজের মন্তব্যের স্বপক্ষে সংবাদ মাধ্যমের সামনে জেলা সভাপতির দাবি, আমি কোন অগণতান্ত্রিক বক্তব্য রাখি নি। এই নিয়ে পাল্টা তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।দলের উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন, এই ধরনের ভাষা জ্ঞানের প্রতিবাদ আমরা করছি। যে ভাষায় উনি কথা বলছেন এর থেকে আর নিন্দার কিছু হতে পারে না । এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। 

bjp tmc Malda