Birbhum News: মূক ও বধির বধূকে 'ধর্ষণ', নালিশ জানালে খুনের হুমকি দিয়ে পলাতক তৃণমূল নেতা

Birbhum News: এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতার নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
Ashis Kumar Mondal
New Update
Tmc leader accused of raping deaf and dumb woman in Birbhums Murarai: মূক ও বধির বধূকে ধর্ষণ

Birbhum News: ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Tmc leader accused of raping deaf and dumb woman in Birbhums Murarai: মূক ও বধির গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আনলে স্বামী-স্ত্রী দু'জনকেই খুনের হুমকি দেয় অভিযুক্ত। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই তৃণমূল নেতা। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর স্বামী। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisment

ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার একটি গ্রামে। ওই গ্রামেরই বাসিন্দা এক দিনমজুর অন্যান্য দিনের মতো কাজে বেরিয়ে যান। সেই সময় বাড়িতে একা ছিলেন তাঁর মূক ও বধির স্ত্রী। বাড়িতে তাঁকে একা পেয়ে গ্রামের বাসিন্দা তথা এলাকর তৃণমূল নেতা তাপস মণ্ডল গৃহবধূকে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ করে। স্বামী বাড়ি ফিরে দেখেন দরজা বন্ধ। অনেক ধাক্কাধাক্কি, চিৎকার করার পর অভিযুক্ত তাপস দরজা খুলে স্বামীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। যাওয়ার আগে শাসিয়ে যায় বিষয়টি জানাজানি করলে দু'জনকেই প্রাণে মেরে ফেলা হবে। 

গৃহবধূর স্বামী বলেন, “তাপস পালিয়ে যাওয়ার পর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। এরপর কিছুটা স্বভাবিক হয়ে সে নিজের ভঙ্গিতে ধর্ষণের কথা জানায়। আমি থানায় অভিযোগ জানিয়েছি। এরপর থেকেই আমার উপর অত্যাচার শুরু হয়েছে। তৃণমূলের লোকজন আমার বাড়ির শৌচালয় বন্ধ করে দিয়েছে। বাড়ির জলের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।" 

আরও পড়ুন- Body found in Trolley Bag: কুমোরটুলি-কাণ্ডের কথা জেনে শিউরে উঠেছেন, মুখ খুললেন নিহত সুমিতার প্রাক্তন স্বামী

Advertisment

এই ঘটনার পর গৃহবধূর স্বামী ফের মুরারই থানায় আশ্রয় নিয়েছেন। তাঁর দাবি, "গ্রামে গেলেই মারধর করবে তৃণমূলের লোকজন। অথচ আমিও তৃণমূল করি। কিন্তু ওদের সঙ্গে লোকজন বেশি। তাছাড়া অভিযুক্ত তাপসের স্ত্রী পঞ্চায়েতের সদস্যা। তাই ভয়ে পালিয়ে থানায় আশ্রয় নিতে হয়েছে।"

আরও পড়ুন- Holiday Controversy: বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদে দু'দিন ছুটির নোটিশ, বিতর্ক বাড়তেই কড়া পদক্ষেপ

অভিযুক্ত তাপস মণ্ডল গা ঢাকা দেওয়ায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে একই অঞ্চলের বাসিন্দা, তৃণমূলের মুরারই ১ নম্বর ব্লক সভাপতি বিনয় ঘোষ বলেন, “উপ প্রধান হুমায়ুন কবিরকে পাঠিয়েছি তদন্তের জন্য। যদি ঘটনা সত্যি হয় তাহলে তাপসকে বলব আত্মসমর্পণ করতে। পুলিশ আইনত ব্যবস্থা নেবে।”

tmc rape Birbhum Bengali News Today news in west bengal news of west bengal