Suvendu Adhikari: 'প্রকাশ্যে বন্দুক-কার্তুজ বিলি দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার!' ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

TMC Leader: সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

TMC Leader: সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

author-image
Ashis Kumar Mondal
New Update
Bikash-Bhavan Avijan-Suvendu-Adhikari-

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।

পুজোর মুখে এবার আরও একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। BJP নেতার দাবি, ভাইরাল ভিডিও-য় বাইকে কমলা রঙের জামা পরিহিত যুবক নানুরের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা দোলন শেখ। সেই ব্যক্তিকেই একটি প্লাস্টিকে ভরে কিছু 'কার্তুজ' এবং একটি 'বন্দুক' অন্য একজনকে দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে রাজ্যের শাসকদল তৃণমূলের তুমুল সমালোচনায় সরব নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। 

Advertisment

শুভেন্দু অধিকারীর পোস্ট করী ভিডিওটি এখন রীতিমতো চর্চায়। এক ব্যক্তিকে বাইকে বসে দু'জনের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর দাবি, যে ব্যক্তি বাইকে বসে আছেন তিনি নানুরের তৃণমূল নেতা দোলন শেখ। দোলন এলাকার বালি মাফিয়া বলেও দাবি বিরোধী দলনেতার। ভাইরাল ভিডিও-য় দেখা যাচ্ছে অরেঞ্জ সার্ট পরা যুবক একটি প্লাস্টিকে কার্তুজ এবং একটি বন্দুক এক ব্যক্তির কাছ থেকে নিচ্ছেন এবং পরে সেটি আর একজনের হাতে তিনি তুলে দিয়েছেন।

আরও পড়ুন- Shovon Chatterjee:বৈশাখীকে সঙ্গে নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠক শোভনের, পুজো মিটলেই তৃণমূলে 'গ্রেট কামব্যাক' কাননের?

Advertisment

এই ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের "দুয়ারে কার্তুজ" (দোরগোড়ায় কার্তুজ সরবরাহ) প্রকল্প চালু !!! টিএমসির নির্বাচন-পূর্ব সন্ত্রাসী কৌশল উন্মোচিত।মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর, তিনি আমাদের রাজ্যকে অবৈধ অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজ আমরা কী দেখতে পাচ্ছি? তার পৃষ্ঠপোষকতায় অপরিশোধিত বোমা, বন্দুক, গুলি, কাট্টা, জেলটিন লাঠি এবং অন্যান্য বিস্ফোরক ও গোলাবারুদের অবৈধভাবে তৈরি ও ব্যবসা করার সাথে জড়িত একটি সমৃদ্ধ মাফিয়া!"

আরও পড়ুন-West Bengal News Live Updates: জমা জলে কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুমিছিল! মামলা হতেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী

শুভেন্দু আরও লিখেছেন, "সর্বশেষ প্রমাণ - তৃণমূলের দোলন শেখ, একজন কুখ্যাত বালি মাফিয়া। নানুরে জনসাধারণের মধ্যে কার্তুজ সরবরাহ/বিতরণ করতে দেখা গেছে। নির্বাচনের আগে ভোটারদের ভয় দেখানোর জন্য গুন্ডাদের অস্ত্র দেওয়ার এটি একটি ভয়াবহ চক্রান্তের চেয়ে কম নয়।"

এদিকে, এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "শেখ দোলন তৃণমূলের নেতা, দেখছি প্রকাশ্যে বন্দুক-গুলি কেনা-বেচা করছে। তৃণমূল তো কোনও দল নয়, বালি মাফিয়া, পাথর মাফিয়াদের নিয়ে চলে। সামনে নির্বাচন, তার আগে দুষ্কৃতী, সমাজবিরোধী, মাফিয়াদের একত্রিত করে মাঠে নামাবে। সন্ত্রাস করে, মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করে নির্বাচনী বৈতরণী পাড় হতে চাইছে।" 
বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, "ভিডিও-টি ভেরিফাই করা হচ্ছে।"

Birbhum tmc Suvendu Adhikari