Shovon Chatterjee:বৈশাখীকে সঙ্গে নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠক শোভনের, পুজো মিটলেই তৃণমূলে 'গ্রেট কামব্যাক' কাননের?

Abhishek Banerjee-Shovon Chatterjee:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

Abhishek Banerjee-Shovon Chatterjee:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee Shovon Chatterjee meeting  ,Meeting with Baishakhi Bandyopadhyay  ,TMC leaders important discussion,  West Bengal political meeting Abhishek Shovon,  Trinamool Congress leadership meeting,অভিষেক ব্যানার্জি শোভন চট্টোপাধ্যায় বৈঠক  ,বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক আলোচনা  ,তৃণমূল নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক,  পশ্চিমবঙ্গ রাজনৈতিক সভা অভিষেক শোভন,  তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৈঠক

Abhishek Banerjee-Shovon Chatterjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ শোভন চট্টোপাধ্যায়ের, সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Shovon Chatterjee:দুর্গাপুজো মিটে গেলেই তৃণমূলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের? বিষয়টা এখনই স্পষ্ট না হলেও ইঙ্গিত কিন্তু রয়েছে। চতুর্থীর দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। পুরনো অনেক কথা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিনিধিকে জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

Advertisment

জোড়াফুলের রাজনীতিতে শীঘ্রই সক্রিয় ভূমিকায় ফিরছেন তৃণমূল সুপ্রিমোর 'স্নেহের কানন'? এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Adhir Chowdhury: CBI-ED নয়, প্রতিষেধক একটাই, এই সরকারকে ধাক্কা মেরে ক্ষমতা থেকে সরাতে হবে: অধীর

Advertisment

বেসরকারি সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিনিধিকে শোভন চট্টোপাধ্যায় অভিষেকের সঙ্গে তাঁর কথা প্রসঙ্গে বলেছেন, "চতুর্থীর দিন আমি সময় করে গিয়েছিলাম অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে। দীর্ঘক্ষণের সাক্ষাৎকারে বহু আলোচনা হয়েছে, মতের আদান প্রদানও হয়েছে। আমি নিজে খুব মুগ্ধ। আমরা তিনজনেই ছিলাম। দলের কাজে আগ্রহী অভিষেককে জানিয়েছি সে কথা। আমাকে যে কাজে যেভাবে লাগাবে সেভাবে কাজ করতে আমি আগ্রহী।"

উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে এর আগে সম্পর্ক ছিন্ন করে বেশ কিছুদিন রাজনীতির বাইরে ছিলেন একদা জোড়াফুলের প্রথম সারির নেতা শোভন চট্টোপাধ্যায়। এরপর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে BJP-তে যোগ দিয়েছিলেন তিনি। মুকুল রায়ের হাত ধরে সেই সময়ে গেরুয়া শিবিরে নাম লিখেছিলেন কানন। বিজেপিতে তাঁর জার্নিটা ছিল অল্প কিছুদিনের। টুকটাক কয়েকটা মিছিল-মিটিংয়ে শোভন-বৈশাখী হাজির থাকলেও অল্প দিনের মধ্যেই গেরুয়া রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন শোভন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-BJP:'মাস্টারস্ট্রোক' BJP-র! '২৬-এর ভোটে বাংলায় শমীক-শুভেন্দুদের 'অভিভাবক' হয়ে কারা আসছেন জানেন?

ফের মমতা বন্দ্যোপাধ্যায় দলের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকেন শোভন। ভ্রাতৃদ্বিতীয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে গত বছরেও হয় ফোঁটা নিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে গত কয়েক বছরে সেভাবে মুখ খুলতেও দেখা যায়নি তাঁকে। এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কানন। বেসরকারি ওই চ্যানেলের প্রতিনিধিকে তিনি জানিয়েছেন, অভিষেকের সঙ্গে দেখা করে তিনি মুগ্ধ। দল সুযোগ দিলে তিনি কাজেও নেমে পড়তে চান।

আরও পড়ুন-Kolkata bus:হঠাৎ কলকাতায় প্রায় উধাও বাস! পুজোর দিনগুলিতে শহরে মিলবে না 'সস্তার যান'?

Sovon Chatterjee abhishek banerjee Baisakhi Banerjee tmc