Birbhum TMC Leader Murder: আগামীকাল ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান। তার মাত্র কয়েক ঘন্টা আগে অনুব্রত গড়ে খুন তৃণমূল কংগ্রেস নেতা। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কে বা কারা কী উদ্দেশ্যে ওই তৃণমূল নেতাকে খুন করল তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমা। বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। তাকে লক্ষ্য করে তিনটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম হন তৃণমূল কংগ্রেস নেতা বাইতুল্লা সেখ। তিনি বীরভূমের ময়ুরেশ্বর -১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী।
ঘটনার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে।
জানা গিয়েছে শনিবার রাত ৮টা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসে ছিল বাইতুল্লা সেখ। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারে। বোমার আঘাতে গুরতর জখম হন বাইতুল্লা সেখ। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।তবে কে বা কারা কি উদ্দ্যেশে বোমা মেরে খুন করল সেই বিষয়টি তদন্ত করছে মল্লারপুর থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।