Birbhum TMC Leader Murder: ২১ জুলাইয়ের আগে অনুব্রত গড়ে খুন দাপুটে TMC নেতা, তুমুল চাঞ্চল্যে উত্তাল বাংলা

Birbhum TMC Leader Murder: বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমা। বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। কে বা কারা কী উদ্দেশ্যে ওই তৃণমূল নেতাকে খুন করল তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Birbhum TMC Leader Murder: বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমা। বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। কে বা কারা কী উদ্দেশ্যে ওই তৃণমূল নেতাকে খুন করল তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
Ashis Kumar Mondal
New Update
TMC leader killed, Shahid Diwas eve violence, Birbhum bomb attack, Anubrata stronghold murder, Baitullah Sheikh, Mayureswar Panchayat, Bishia village, Mallarpur police station, Rampurhat Medical College, Bengal political violence, Trinamool Congress leader murdered, West Bengal crime news, TMC Shahid Dibas tension, political killing Bengal, bomb attack in Birbhum, Bengal TMC news

২১ জুলাইয়ের আগে অনুব্রত গড়ে খুন দাপুটে TMC নেতা

Birbhum TMC Leader Murder: আগামীকাল ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান। তার মাত্র কয়েক ঘন্টা আগে অনুব্রত গড়ে খুন তৃণমূল কংগ্রেস নেতা। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কে বা কারা কী উদ্দেশ্যে ওই তৃণমূল নেতাকে খুন করল তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisment

হাওড়ার নাকের ডগায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, ছিটকে পড়লেন যাত্রীরা, হাসপাতালে হাহাকার

বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমা। বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। তাকে লক্ষ্য করে তিনটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম হন তৃণমূল কংগ্রেস নেতা বাইতুল্লা সেখ। তিনি বীরভূমের ময়ুরেশ্বর -১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী।

Advertisment

ঘটনার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে।

জানা গিয়েছে শনিবার রাত ৮টা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসে ছিল বাইতুল্লা সেখ। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারে। বোমার আঘাতে গুরতর জখম হন বাইতুল্লা সেখ। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।তবে কে বা কারা কি উদ্দ্যেশে বোমা মেরে খুন করল সেই বিষয়টি তদন্ত করছে মল্লারপুর থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জুলাই তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? আজ দুপুরের পর 'ভয়ঙ্কর খেলা' শুরু!

tmc Birbhum Murder