Tmc leader killed in Malda Mamata Banerjee angry at role of police: শুক্রবার সকালে মালদায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা। তাঁর নৃশংস মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার দুই সদস্যকে তড়িঘড়ি মালদা যেতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দলের নেতা খুনে পুলিশকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের গাফিলতিতে এই ঘটনা বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।
মালদায় তৃমমূল নেতা খুনে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী এদিন লিখেছেন, "আমার ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকারকে আজ খুন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই তিনি (এবং তাঁর স্ত্রী চৈতালী সরকার) দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং বাবলা কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন।ঘটনাটি জানার পর আমি দুঃখিত এবং অত্যন্ত মর্মাহত। অবিলম্বে দোষীদের বিচার করতে হবে। আমি এতটাই মর্মাহত এবং দুঃখিত যে আমি কীভাবে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাব জানি না। ঈশ্বর চৈতালীকে বেঁচে থাকার এবং যুদ্ধ করার শক্তি দিন।"
উল্লেখ্য, বৃহস্পতিবার সাতসকালে মালদায় গুলিবিদ্ধ হন তৃণমূল কাউন্সিলার তথা প্রাক্তন দলের জেলা সভাপতি ও বর্তমানে জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। মালদায় অত্যন্ত দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত দুলাল সরকার ওরফে বাবলা। কে বা কারা তার তার উপর গুলি চালাল তা এখনও স্পষ্ট হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন- Mamata Banerjee: 'সীমান্ত পেরিয়ে এসে খুন করে চলে যাচ্ছে', অনুপ্রবেশ ইস্যুতে BSF-কে তুলোধনা মমতার
আরও পড়ুন- Chinmoykrishna Das: জেলেই থাকতে হবে চিন্ময়কৃষ্ণ দাসকে, ফের খারিজ জামিন আর্জি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ঝলঝলির মাতালমোড় এলাকায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বাইকে চেপে এসেছিল তিন দুষ্কৃতী। বাইক থেকে নেমে তৃণমূল নেতা দুলাল সরকারকে লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতার মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা বাবলা সরকার। এই সুযোগে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তড়িঘড়ি গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।