Malda Tmc Leader Murder: শাসক নেতা খুনে দলীয় কর্মীদের হুঁশিয়ারি, গোষ্ঠীকোন্দল এড়াতে কী বার্তা মমতা ঘনিষ্ঠ মন্ত্রীর?

Malda Tmc Leader Murder: এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কাজিগ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখ এবং তার তিন সঙ্গী। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Malda Tmc Leader Murder: এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কাজিগ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখ এবং তার তিন সঙ্গী। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

author-image
Madhumita Dey
New Update
IIRF Medical College Ranking 2024  ,Top Medical Colleges in West Bengal  ,Medical College Kolkata  ,IPGMER Kolkata,  Calcutta National Medical College,  R.G. Kar Medical College ,IIRF র‍্যাঙ্কিং ২০২৪,  বাংলার শীর্ষ মেডিক্যাল কলেজ,  মেডিক্যাল কলেজ কলকাতা,  IPGMER কলকাতা  ,কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ  ,আর.জি. কার মেডিক্যাল কলেজ

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।

Malda Tmc Leader Murder:  ইংরেজবাজারের লক্ষীপুর এলাকায় অনুষ্ঠান বাড়িতে খুন হওয়া মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে দেখা করলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। রবিবার দুপুরে মানিকচক থানার গোপালপুর এলাকার মৃত ওই তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকেই বিধায়ক সাবিত্রী মিত্র জেলার নেতাদের হুঁশিয়ারি বলেছেন, 'মানিকচকের তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ (৩৬) খুনের ঘটনায় অভিযুক্তের পাশে যাতে দলের কেউ না থাকে। কারণ এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত মাইনুল শেখ ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের পঞ্চায়েত সদস্য। তাই অভিযুক্তদের পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে বিধায়ক নিজেই বিরোধিতায় নামবে বলেও সাফ হুঁশিয়ারি দিয়েছেন।

Advertisment

গায়ে আগুন দিয়ে ক্যাম্পাসেই ছুটছেন ছাত্রী, যৌন হেনস্থার ভয়ঙ্কর অভিযোগ, সরাসরি মোদীকে নিশানা তৃণমূলের

এদিন মৃতের বাবা,মা, স্ত্রী সহ অন্যান্যদের প্রতি সমবেদনা জানান মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।এমনকি এর শেষ দেখে ছাড়বেন বলে জানান বিধায়ক। এদিকে মৃত ওই তৃণমূল নেতার পরিবারের সঙ্গে কথা বলার পর মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন ,'আবুল কালাম দলের একজন সক্রিয় কর্মী তো বটেই, স্থানীয় অঞ্চল কমিটির নেতৃত্বে ছিলেন। গোটা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের দলের সাংগঠনিক বৃদ্ধিও সে অনেকটাই করেছে। অথচ তাকে নৃশংসভাবে খুন করলো দুষ্কৃতীরা'। 

Advertisment

এই ঘটনায় ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার আরও তিন সাগরেদ গ্রেপ্তার হয়েছে । এই ধরনের অভিযুক্তদের কোনরকম ভাবেই দলে জায়গা দেওয়া হবে না। যদি পরবর্তীতে এরকম ধরনের অপরাধীরা দলে সঙ্গে যোগাযোগ রেখে চলার চেষ্টা করে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্তদের পাশে দলের কেউ যাতে না দাড়ায় সেই অনুরোধও জানিয়েছি। 

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সম্পূর্ণ মহিলাঘঠিত কারণেই খুন হতে হয়েছে আবুল কালাম আজাদকে। মৃতের স্ত্রীর সঙ্গে ধৃত মাইনুল শেখের ছেলের বিবাহিত সম্পর্ক ছিল। আর সেই বিষয়কে কেন্দ্র করেই এই গোলমাল এবং খুনের ঘটনাটি ঘটে। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃত চারজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

ঘুরে গেল খেলা! ২১ জুলাইয়ের আগে বিজেপির মাস্টারস্ট্রোক, মোদীর বঙ্গ সফর ঘিরে চড়ছে উত্তেজনার পারদ

tmc Malda