PM Modi West Bengal Visit: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের 'মেগা র্যালির' ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। রাজ্য বিজেপি (Bengal BJP) সূত্রে জানা গেছে, মোদী ১৮ জুলাই বঙ্গ সফরে আসছেন। ওই একই দিনে বিহারে বেশ কিছু কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ১৮ জুলাই দুপুর ২টোয় মোদীর বিমান অন্ডাল বিমান বন্দরে অবতরণ করবে। সেখান থেকে প্রধানমন্ত্রী সোজা যাবেন নেহেরু স্টেডিয়ামে। সেখানে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি। রাজনৈতিক শিবিরের ধারণা ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনকে শক্তিশালী করা ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বার্তা দেওয়ার লক্ষ্যেই মোদীর এই বঙ্গ সফর।
তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের শহীদ দিবসের মেগা সমাবেশের ঠিক আগে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি সূত্রে খবর, ১৮ জুলাই প্রধানমন্ত্রী মোদী দুর্গাপুরে একটি জনসভায় ভাষণ দেবেন। মোদীর এই সফর ঘিরে রাজ্য রাজনীতিতে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়েছে। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, দুপুর ২টো নাগাদ অন্ডাল বিমানবন্দরে মোদীর বিমান অবতরণ করবে। সেখান থেকে তিনি সরাসরি যাবেন দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে। সেখানে আয়োজিত জনসভা থেকেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে তীব্র বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
বিজেপি নেতৃত্বের মতে, মোদীর এই সফর ২১ জুলাইয়ের আগে বিজেপির শক্তি প্রদর্শনের বড় মাধ্যম হতে চলেছে। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা বলেন, "মোদীর এই সফর দলের কর্মীদের মনোবল যেমন বাড়াবে এবং তেমনই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বার্তাও দেবেন প্রধানমন্ত্রী।" অন্যদিকে, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "এটি প্রধানমন্ত্রী মোদীর রুটিন সফর হলেও, রাজ্যে রাজনৈতিক বার্তা দেওয়ার গুরুত্ব এই সফরে রয়েছে। আমরা চাই ২১ জুলাইয়ের আগে বাংলার মাটিতে একটি শক্তিশালী বার্তা যাক।"
এর আগে মে মাসে আলিপুরদুয়ারে জনসভা করে বাংলার শাসককে নিশানা করে মোদী বলেছিলেন, "বাংলায় গণতন্ত্র নেই।" সেই পরিপ্রেক্ষিতে ১৮ জুলাইয়ের দক্ষিণবঙ্গ সফর শহীদ দিবসের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
বিহারে বড় কর্মসূচি একই দিনে
১৮ জুলাই বিহারের মোতিহারিতেও একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করতে পারেন, যার মধ্যে রয়েছে ৪টি অমৃত ভারত ট্রেন ও কৃষকদের জন্য ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ যোজনার ২০তম কিস্তির সূচনা করবেন তিনি। এই সফর যে শুধু পশ্চিমবঙ্গের নয়, বিহার নির্বাচনের দিক থেকেও তাৎপর্যপূর্ণ। ২১ জুলাইয়ের আগে প্রধানমন্ত্রী মোদীর বঙ্গ সফর আগামী বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরির একটা সুস্পষ্ট ইঙ্গিত দিতে পারে। এখন নজরে ১৮ জুলাই দুর্গাপুর সভায় মোদী কী বলেন, এবং তার প্রভাব শহীদ দিবসের তৃণমূল সভায় কতটা পড়ে তার উপর।