Malda Dulal Sarkar murder case: মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এবার দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার। দুলাল সরকার ওরফে বাবলা খুনে গতকাল দুপুরেই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার দুই ভাইকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর আজ নরেন্দ্রনাথ তিওয়ারিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে আরও এক তৃণমূল নেতাও গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর মিলেছে।
মঙ্গলবার দুপুরেই তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ডেকে পাঠিয়েছিল ইংরেজবাজার থানার পুলিশ। সেই সঙ্গে ডেকে পাঠানো হয় তার দুই ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। মঙ্গলবার ইংরেজবাজার থানায় দুপুর থেকে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
এরপর বুধবার সকালে নরেন্দ্রনাথ তিওয়ারির গ্রেপ্তারির খবর মেলে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি গতকাল জানিয়েছিলেন, এই ঘটনায় তাঁদের কেউ জড়িত নন। তাঁদের ফাঁসানো হচ্ছে বলেও তিনি দাবি করেছিলেন গতকাল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে পুরসভা ভোটের সময় 'নন্দু শিবির' এবং 'বাবলা শিবির' এই দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হয়েছিল। বাবলা গোষ্ঠীর বিরুদ্ধে নন্দু এবং তার ভাইকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। দুলাল সরকার ওরফে বাবলা খুনে সেই সংঘাতের ঘটনা দায়ী কিনা এবার সেটাই জানার চেষ্টা করেন তদন্তকারীরা।
আরও পড়ুন- Tiger Fear in Kultali: অবশেষে 'ঘরে' ফিরেছে বাঘ, স্বস্তি উত্তর বৈকুণ্ঠপুরের গ্রামবাসীদের
সূত্রের খবর, তদন্তে নেমে বেশ কিছু ক্লু পুলিশের হাতে আসে। তারই ভিত্তিতে নরেন্দ্র তিওয়ারি ও তার ভাইদের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার এই খুনে গ্রেপ্তার নরেন্দ্রনাথ তিওয়ারি। যদিও তিনিই নারকীয় এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কিনা তা এখনও স্পষ্ট হয়নি।