/indian-express-bangla/media/media_files/95fnwelrkYA7t0gj8WvE.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
West Bengal News Updates: প্রধানমন্ত্রী মোদী আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি নতুন জিএসটি ২.০ হার, স্বদেশী পণ্যের প্রচার এবং মার্কিন শুল্ক মোকাবেলায় ভারতের কৌশলগত পদক্ষেপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
মহালয়ার দিনেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। ISR-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দুপুর ১২:৪১ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এদিন মেঘালয়েও কম্পন অনুভূত হয়েছে। যদিও এই কম্পনের কারণে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে রবিবার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকা থেকে ৫৯৭ কিলোমিটার দূরে। রবিবার দুপুর ১২.১৫ মিনিটে কম্পন অনুভূত হয়েছে সিলেট অঞ্চলে। এর আগে ১৪ সেপ্টেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল অবশ্য ছিল অসম। এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, দুপুর ১২:২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ সীমান্তের কাছে মায়ানমারের মান্দালয়ে। ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশের অনেক জায়গায় কম্পন অনুভূত হয়েছিল। প্রবল আতঙ্কে মানুষজন রীতিমত ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর মেলেনি।
EQ of M: 4.0, On: 21/09/2025 11:49:36 IST, Lat: 25.04 N, Long: 91.57 E, Depth: 10 Km, Location: Bangladesh.
— National Center for Seismology (@NCS_Earthquake) September 21, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0@DrJitendraSingh@OfficeOfDrJS@Ravi_MoES@Dr_Mishra1966@ndmaindiapic.twitter.com/NFG8yoyqZC
মহালয়ার সকালে কলকাতায় চলল গুলি। চারু মার্কেটে একটি জিমের মালিককে লক্ষ্য করে গুলি চালনার ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২ টা নাগাদ জিমের মধ্যেই ঘটে গুলি চালনার ঘটনা। জিমের মালিককে লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য। ২-৩ রাউন্ড গুলি চলছে বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মাথায় হেলমেট পরণে রেনকোট পরা ২ জন গুলি চালিয়ে চম্পট দেয়। জন বহুল এলাকায় গুলি চালনার ঘটনায় ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য।
Jio vs Airtel: জিও এয়ারটেলের নজরকাড়া প্রতিযোগিতা, ৫০০ টাকার কমে সেরা বেনিফিট দিচ্ছে কোন সংস্থা?
এবার বাংলায় মহালয়ার শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডেলে এক পোস্টে সেই বার্তায় তিনি সকলকে মহালয়ার শুভেচ্ছা জানান। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই শুভেচ্ছা বার্তাটি নিছক সৌজন্য নয়, বরং এর নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক বার্তা। সম্প্রতি বাংলায় এসে মোদী তাঁর ভাষণ বাংলাতেই শুরু করেন। একদিনে যখন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষা ও বাঙালি হেনস্থা নিয়ে সরব হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ঠিক সেই সময় বাংলা এবং বাঙালি অস্মিতায় শান দিয়ে বাংলায় শুভেচ্ছা বার্তা প্রদানের মাধ্যমে আদতে বাঙালি আবেগকেই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। এমনটাই মনে করছেন ওয়াকিবহলমহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাষা আন্দোলন’-এর পালটা বাংলায় মহালয়ার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবির।
আপনাদের সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা। আসন্ন দুর্গাপূজার পবিত্র দিনগুলি আমাদের সবার জীবনে আলোকময় ও উদ্দেশ্যপূর্ন হোক। মা দুর্গার আশীর্বাদ সবার জীবনে নিয়ে আসুক দৃঢ় শক্তি, অশেষ আনন্দ ও সুস্বাস্থ্য।
— Narendra Modi (@narendramodi) September 21, 2025
জনপ্রিয় অসমীয়া গায়িক জুবিন গর্গের মরদেহ আজ সকালে গুয়াহাটিতে পৌঁছেছে। শনিবার ময়নাতদন্তের পর জুবিনের মরদেহ ভারতীয় রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই জুবিনের মরদেহ সিঙ্গাপুর থেকে দিল্লিতে পৌঁছায়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গর্গের মরদেহ গ্রহণ করতে এবং শ্রদ্ধা জানাতে দিল্লিতে পৌঁছান। জুবিন গর্গের মৃত্যুতে অসম সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে কোনও সরকারি বিনোদন, আনুষ্ঠানিক অনুষ্ঠান বা জনসমাবেশ হবে না। জুবিনের মৃত্যুতে সারা দেশ থেকে শোকের ছায়া নেমে এসেছে।
মহালয়ার ভোরেই বিরাট সুখবর! ৭০০-এর বেশি পণ্যের দাম কমালো আমুল
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে গোষ্ঠীদ্বন্ধ বন্ধে কড়া বার্তা দিয়েছে তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের অন্দরে 'ক্ষোভ' যেন কিছুতেই মিটছে না। ব্লক কমিটি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ দাপুটে তৃণমূল বিধায়কের। তাঁর এই পদত্যাগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার। ব্লক কমিটি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগের জেরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিধায়ক ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সীর কাছে পাঠিয়ে দিয়েছেন বলেই খবর। এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানিয়েছেন, “আমি আমতা-উলুবেড়িয়া, উত্তর এবং সাঁকরাইল কেন্দ্রের বর্তমান সভাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়ার প্রস্তাব রেখেছিলাম। সেই সময় নেতৃত্ব আমাদের নিয়ে বৈঠক করার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এরপর আর কোনও বৈঠক হয়নি। একাধিকবার সুব্রত বক্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোনে পাইনি।” তিনি আরও অভিযোগ করেন, “আমাদের নিয়ে বৈঠক করার আগেই জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। অথচ যেসব কেন্দ্রের সভাপতিদের পরিবর্তনের কথা বলেছিলাম, সেখানেই কোনও পরিবর্তন হয়নি। এরই প্রতিবাদে আমি জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলাম।”
পিকনিকের আয়োজনের মাঝেই সব শেষ! দাপুটে TMC নেতার রহস্যমৃত্যু, তড়িঘড়ি হাজির রাজ্যের হেভিওয়েট মন্ত্রী
Mahalaya 2025: মহালয়ার সকাল থেকে গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়, পূর্বপুরুষদের উদ্দেশে চলছে তর্পণ
Mahalaya Weather Update: ভেস্তে যেতে পারে প্যান্ডেল হপিং! মহালয়ার দিনেই তুমুল দুর্যোগের ভয়ঙ্কর সতর্কবার্তা জারি, মন খারাপ আপামোর বাঙালির
আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। মহালয়ার এই বিশেষ ক্ষণ উপলক্ষ্যে শুভকামনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর নিজের লেখা ও সুর করা একটি পুজোর গানও রাজ্যবাসীকে উপহার দিয়েছেন মাননীয়া। এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, "জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী"!তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি"।
"জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী"
— Mamata Banerjee (@MamataOfficial) September 20, 2025
তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি। pic.twitter.com/2RoZDJcRTp
- Sep 21, 2025 16:52 IST
West Bengal News Live Updates: উদ্বোধন হল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম 'দুর্গা অঙ্গন’
আজ নজরুল মঞ্চে শুভ উদ্বোধন হল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম 'দুর্গা অঙ্গন’। কথা ও সুর তাঁর নিজের। কণ্ঠ দিয়েছেন বাংলার গুণী শিল্পীরা। সঙ্গে মঞ্চে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি এদিন জাগোবাংলার 'উৎসব সংখ্যা'র শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- Sep 21, 2025 16:17 IST
West Bengal News Live Updates: পুলিশ সেজে ১৮ চাকা ট্রলার ছিনতাই মুর্শিদাবাদের বড়ঞায়, উদ্ধার চারটি গাড়ি সহ দুটি আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১০
মুর্শিদাবাদের বড়ঞায় পুলিশ সেজে ১৮ চাকা ট্রলার ছিনতাই চক্রের পর্দাফাঁস করেছে। রবিবার সকালে কান্দি SDPO শশ্রেক আম্বেরদর সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আগস্টের ২০ তারিখে রাত সাড়ে এগারোটার দিকে রামপুরহাট থেকে বড়ঞার দিকে আসছিল একটি পাথর বোঝাই কনটেনার গাড়ি। হুগলিতে পাথর পৌঁছানোর সময় এর পিছনে একটি বুলেরো গাড়ি পিছু নেয়, যা পুলিশি গাড়ি লেখা ভুয়ো পরিচয়ে ছদ্মবেশে ব্যবহার করা হচ্ছিল।
বড়ঞা থানার কুন্ডল এলাকায় দুস্কৃতিরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্রলারের চালক ও সহকারীকে বেঁধে রেখে ট্রলার ছিনিয়ে নিয়ে পালায়। রামপুরহাটের বাসিন্দা আমিরুল ইসলাম ২১ আগস্ট লিখিত অভিযোগ দায়ের করলে বড়ঞা থানার পুলিশ তদন্ত শুরু করে। টেকনিক্যাল বিভাগের সহায়তা ও সিসিটিভি ফুটেজ দেখে ৩১ আগস্ট তিনজনকে প্রথমে গ্রেফতার করা হয়। পরে ১২ সেপ্টেম্বর আরও ছ’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর দলের পান্ডা মাহিদুল আলম ওরফে কাজলকেও গ্রেফতার করা হয়। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করেছে ১৮ চাকার কনটেনার ট্রলার, যার নম্বর প্লেট ও রঙ পাল্টে দেওয়া হয়েছিল, তিনটি গাড়ি এবং দুটি আগ্নেয়াস্ত্র। বুলেরো গাড়িটি ভাড়া নিয়ে পুলিশ স্টিকার নাম ব্যবহার করে ছদ্মবেশে ব্যবহার করেছিল। এই ঘটনায় মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা চলছে।
- Sep 21, 2025 12:23 IST
West Bengal News Live Updates: মুখ্যমন্ত্রীকে 'চৈতন্যদেবের উত্তরাধিকারী' বলে উল্লেখ ঋতব্রতর
ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে বরাবরই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কলকাতার একাধিক পুজো মন্ডপ উদ্বোধনে গিয়েও বাঙালি হেনস্থা নিয়ে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মাতৃভাষাকে সম্মানের জোরালো দাবিও জানিয়েছেন তিনি। এই ইস্যুতে এবার মুখ্যমন্ত্রীকে 'চৈতন্যদেবের উত্তরাধিকারী' বলে উল্লেখ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গতকাল বনগাঁর এক সভামঞ্চ থেকেই এই দাবি করেন তিনি।এদিন ঋতব্রত বলেন, "শ্রীচৈতন্যদেবের উত্তরাধিকারী ছিলেন লালন। লালনের উত্তরাধিকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এখন শ্রীচৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে পথে চলেন তার সঙ্গে লাখো মানুষ চলেন।" যদিও মুখ্যমন্ত্রীকে এর আগে মা সারদা, কখনও নেতাজি বা মাদার টেরিজার সঙ্গে তুলনা টেনেছেন দলের নেতারা। এবার সেই তালিকাতেই জুড়ল ঋতব্রতর নামও। কেন মুখ্যমন্ত্রীকে শ্রীচৈতন্যদেবের উত্তরাধিকারী বললেন তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল নেতা। তিনি বলেন, "শ্রী চৈতন্যদেব জাত-পাত ধর্মের বেড়াজাল ভেঙে মানুষকে এক করতে প্রাণপাত করেছিলেন। লাখো মানুষ শ্রী চৈতন্যদেবের দেখানো পথ অনুসরণ করতেন। আর আজ মুখ্যমন্ত্রীর দেখানো পথেই হাঁটছেন লাখ লাখ মানুষ"।
- Sep 21, 2025 12:21 IST
West Bengal News Live Updates: ভয়ঙ্কর দুর্ঘটনা
বর্ধমানের রথতলার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। শনিবার একটি চারচাকার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি টোটোর। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় টোটোটি। এতে টোটো চালক-সহ মোট সাত জন আহত হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর জানা যায়, আহত সাত জনের মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর নয়। তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের চিকিৎসা চলছে। - Sep 21, 2025 09:45 IST
West Bengal News Live Updates:দেশবাসীকে শারদীয়ার আগাম শুভেচ্ছা মোদীর
আজ মহালয়া। পিতৃপক্ষের বিদায় ও দেবী পক্ষের সূচনা। এই উপলক্ষ্যে দেশবাসীকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "মা দুর্গার আশীর্বাদ আমাদের জীবনে আনুক অবিচল শক্তি, আনন্দ এবং সুস্থতা। উৎসবকালীন আনন্দ ও উদ্দীপনা যেন সকলের জীবনে ছড়িয়ে পড়ে"।
Wishing you all Shubho Mahalaya! As the sacred days of Durga Puja draw near, may our lives be filled with light and purpose. May the divine blessings of Maa Durga bring unwavering strength, lasting joy and wonderful health.
— Narendra Modi (@narendramodi) September 21, 2025 - Sep 21, 2025 09:32 IST
West Bengal News Live Updates: বিহারের পর, পশ্চিমবঙ্গও SIR-এর প্রস্তুতি শুরু
বিহারের পর, পশ্চিমবঙ্গও SIR-এর প্রস্তুতি শুরু। কবে থেকে শুরু প্রক্রিয়া? জানিয়ে দিল কমিশন। CEO অফিস সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মী পুজোর পর ৬ অক্টোবর থেকে ভোটার তালিকার বিশেষ সংস্করণ-এর (Special Intensive Revision - SIR) কার্যক্রম শুরু হতে চলেছে। এদিকে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে। SIR-এর প্রস্তুতির অংশ হিসেবে ২০০২ সালের SIR-এর তথ্য ২০২৫ সালের জানুয়ারির ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখার কাজ চলছে।
- Sep 21, 2025 09:31 IST
West Bengal News Live Updates: দাম কমালো আমূল
মহালয়ার ভোরেই সাধারণ মানুষের জন্য বড় সুখবর। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) ঘোষণা করেছে, ৭০০-এর বেশি আমুল পণ্যের দাম কমানো হয়েছে। নতুন দাম আগামীকাল থেকে কার্যকর হবে। এই পদক্ষেপের মূল লক্ষ্য নতুন GST হারের সুবিধা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া।