TMC: শতাব্দীপ্রাচীন পুরসভার অচলাবস্থা কাটছেই না! শিকেয় নাগরিক পরিষেবা, কাউন্সিলরদের কলকাতায় ডাক তৃণমূলের শীর্ষনেতৃত্বের

Krishnanagar Municipality: অচলাবস্থা যেন কাটছেই না রাজ্যের এই পুরসভায়। শেষমেশ কাউন্সিলরদের কলকাতা ডাকল তৃণমূলের শীর্ষনেতৃত্ব।

Krishnanagar Municipality: অচলাবস্থা যেন কাটছেই না রাজ্যের এই পুরসভায়। শেষমেশ কাউন্সিলরদের কলকাতা ডাকল তৃণমূলের শীর্ষনেতৃত্ব।

author-image
Mousumi Das Patra
New Update
Tmc Councillors, krishnanagar Municipality, west bengal news today, Bengali news today, Kolkata news, tmc, তৃণমূল, কৃষ্ণনগর পুরসভা

শতাব্দী প্রাচীন এই পুরসভায় অচলাবস্থা কেটেও যেন কাটে না।

TMC: মঙ্গলবার কৃষ্ণনগর পুরসভার তৃণমূল কাউন্সিলরদের তৃণমূল ভবনে ডেকে পাঠাল রাজ্য তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব। ২ সেপ্টেম্বরের বিকেলে এই মিটিং তৃণমূল ভবনে হবে বলে তৃণমূল সূত্রে জানাগিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। বৃহস্পতি দুপুরে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব কৃষ্ণনগর পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলদের ফোন করে এই মিটিংয়ে ডেকেছেন। জানাগিয়েছে,  কৃষ্ণনগর পুরসভার পুর পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ায় ২৪ জন কাউন্সিলরকে শোকজ করে রাজ্যের পুর নগরোন্নয়ন ও পুরবিষয়ক দপ্তর।

Advertisment

এ নিয়ে পুরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে এক সরকারি নির্দেশে পাঠাই দপ্তর । সেই মতো কাউন্সিলরা ৭ দিনের মধ্যে এর কারণ জানিয়ে চিঠি পাঠিয়ে দেয়। এই শোকজের চিঠির ২৪ ঘন্টা আগে কৃষ্ণনগর পুরসভার বোর্ড অফ কাউন্সিল বিশেষ সভা ডাকে।  এর আগে তৃণমূল কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলরদের গোষ্ঠীদ্বন্দ্বে পুরবাসী ব্যাপক সমস্যায় পড়ে যায়। তৃণমূল কংগ্রেসের দলের সমস্যা থাকলে সাধারণত দেখা যায় ২১ জুলাইয়ের সভার মধ্যে নেতৃত্বের সঙ্গে কথাবার্তার পর বিষয়টি মিটে যায়। কিন্ত সার্ধ শতবর্ষ পেরিয়ে যাওয়া কৃষ্ণনগর পুরসভার অচলাবস্থা কিছুতেই না মেটায় প্রশাসনও কাউন্সিলদের সঙ্গে মিটিং করে। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: তৃণমূলের ডাকাবুকো নেতাকে নৃশংস খুন, গ্রেফতার দুই

Advertisment

তারপরও এর কোন সুরাহা হয়নি। অথচ ২৬ বিধানসভা ভোটের আর বেশি দিন নেই। সেক্ষেত্রে বর্ধিষ্ণু কৃষ্ণনগর পুরসভার উন্নয়নের কর্মকান্ড, পরিষেবা খুবই জরুরি বিষয়। অথচ কাউন্সিলরদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে পরিষেবা না পেয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ। এই ঘটনার জেরে পুরসভায় অচলাবস্থা চরমে পৌঁছে যায়। শহরের একাধিক উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে পড়ে। সাধারণ নাগরিকদের ভোগান্তিও বেড়ে যায়। ২৫ জুন আনুষ্ঠানিকভাবে ১৫ জন কাউন্সিলর স্বাক্ষর করেন অনাস্থায়। এর মধ্যে তৃণমূলের ১৩ জন, কংগ্রেসের শান্তশ্রী সাহা (১৪ নম্বর ওয়ার্ড) ও নির্দল কাউন্সিলর অসিত সাহা—এই ১৫ জন একযোগে অনাস্থা প্রস্তাবে সই করেন। পরে কৃষ্ণনগর পুরসভার বোর্ড অফ কাউন্সিল বিশেষ সভা ডাকে। 

আরও পড়ুন- cyber crime: সাব-ইন্সপেক্টরের এই কীর্তিতে চূড়ান্ত অস্বস্তিতে পুলিশের শীর্ষকর্তারাও!

সেই সভাতে ১৫ জন কাউন্সিলর অপসারণের পক্ষে থেকে অপসারিত করেন রীতা দাসকে। ২৫ আসন বিশিষ্ট কৃষ্ণনগর পুরসভার একজন কাউন্সিলর মারা যাওয়ায় বর্তমানে ২৪ জন কাউন্সিলর। এর মধ্যে ২ জন কংগ্রেসের, ১ জন বিজেপি ও ১ জন নির্দল কাউন্সিলর আছে। অথাৎ তৃণমূল কংগ্রেসের ২০ জন কাউন্সিলর আছে। এদিন দুপুরে ফোন করে এই কাউন্সিলরদের ডেকেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলরদের সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব তৃণমূল ভবন থেকে এই ফোন করে। যেখানে কাউন্সিলরদের বলা হয় মঙ্গলবার বিকেলে এই মিটিং তৃণমূল ভবনে হবে। আপনাদের ডাকা হয়েছে।  

আরও পড়ুন- Kolkata Metro:যাত্রীদের সুবিধার্থে অনন্য উদ্যোগ কলকাতা মেট্রোর! অভূতপূর্ব তৎপরতার ভূয়সী প্রশংসা

এই মিটিংয়ে তৃণমূল নেতৃত্ব পুরসভার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করবে বলে মনে করা হচ্ছে। এই সভাতে দলের গুরুত্বপূর্ণ নেতা, মন্ত্রী উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে। কৃষ্ণনগর পুরসভার তৃণমূল কাউন্সিলরদের দলের উচ্চ নেতৃত্বর, কলকাতায় ডেকে পাঠানো নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রুকবানু রহমান বলেন, '২ সেপ্টেম্বর দল কৃষ্ণনগর পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের ডেকেছে কলকাতায়। কৃষ্ণনগর পুরসভার বর্তমান যা অবস্থা তার সমাধানের জন্য মূলত কাউন্সিলরদের ডাকা হয়েছে।'

Municipality councillor tmc