/indian-express-bangla/media/media_files/2025/08/29/metro-2025-08-29-08-56-33.jpg)
Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে স্টেশনে-স্টেশনে অনন্য তৎপরতা মেট্রোরেল কর্তৃপক্ষের।
Kolkata Metro:গ্রিন লাইন করিডোর সম্পূর্ণ চলার পর থেকে বিভিন্ন স্টেশনে বিপুল যাত্রী স্রোত লক্ষ্য করা গেছে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে, কলকাতা মেট্রো (Metro Railway, Kolkata) সাত দিন ব্যাপী “AAMAR KOLKATA METRO” অ্যাপ জনপ্রিয় করার জন্য এক বিশেষ প্রচার অভিযান শুরু করেছে।
এই প্রচার পর্বে ৭২ জন ভারত স্কাউটস অ্যান্ড গাইডস (Bharat Scouts & Guides) cadets Eastern Railway-র সাহায্যে যাত্রীদের অ্যাপ ডাউনলোড ও মোবাইল QR-টিকিট বুকিংয়ের ব্যাপারে প্রশিক্ষণ দিচ্ছেন—Google Play Store ও App Store থেকে।
আরও পড়ুন- Kolkata weather Today:আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে তুমুল ঝড়-জলে ভাসবে বাংলা?
কলকাতা মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে এই ধরনের কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে। কলকাতা মেট্রোরেলের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে হাওড়া, শিয়ালদহ, সল্টলেক সেক্টর ফাইভ, দমদম, এসপ্ল্যানেড স্টেশনে এই ধরনের প্রচারাভিযানের জেরে যাত্রীদের মধ্যেও বিপুল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
“AAMAR KOLKATA METRO” অ্যাপ দীর্ঘ লাইনে সময় ব্যয় ও খরচ বাঁচাতে কার্যকর হাতিয়ার, যাত্রীদের ইতিমধ্যে আগেই স্টেশন পৌঁছতে আগে অ্যাপ ব্যবহার করে টিকিট কেনার জন্য উৎসাহিত করা হচ্ছে। এক্ষেত্রে ৫% ছাড়ের অফারও মিলছে।
আরও পড়ুন- Suvendu-Mamata:'মুসলমানদের ৯০ শতাংশ ভোট নিতেই ফের NRC নিয়ে চেঁচাচ্ছেন', মমতাকে কটাক্ষ শুভেন্দুর