Kolkata Metro:যাত্রীদের সুবিধার্থে অনন্য উদ্যোগ কলকাতা মেট্রোর! অভূতপূর্ব তৎপরতার ভূয়সী প্রশংসা

Metro Railway, Kolkata: মেট্রোরেলের যাত্রীদের জন্য এ এক অনন্য উদ্যোগ। টানা ৭ দিন ধরে চলবে এই তৎপরতা।

Metro Railway, Kolkata: মেট্রোরেলের যাত্রীদের জন্য এ এক অনন্য উদ্যোগ। টানা ৭ দিন ধরে চলবে এই তৎপরতা।

author-image
Joyprakash Das
New Update
AAMAR KOLKATA METRO app  ,special campaign  ,Bharat Scouts & Guides cadets,  smart booking,  mobile QR-tickets  ,5% discount  ,stations: Howrah, Sealdah, Sector V, Dum Dum, Esplanade  ,avoiding queues  ,time and money saving,আমার কলকাতা মেট্রো অ্যাপ,  বিশেষ প্রচারণা  ,ভারত স্কাউটস অ্যান্ড গাইডস ক্যাডেটরা,  স্মার্ট বুকিং  ,মোবাইল QR-টিকিট,  ৫ % ছাড়,  স্টেশনগুলো: হাওড়া, শিয়ালদহ, সেক্টর V, দমদম, এসপ্ল্যানেড,  দীর্ঘ কিউ এড়ানো  ,সময় ও অর্থ সাশ্রয়

Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে স্টেশনে-স্টেশনে অনন্য তৎপরতা মেট্রোরেল কর্তৃপক্ষের।

Kolkata Metro:গ্রিন লাইন করিডোর সম্পূর্ণ চলার পর থেকে বিভিন্ন স্টেশনে বিপুল যাত্রী স্রোত লক্ষ্য করা গেছে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে, কলকাতা মেট্রো (Metro Railway, Kolkata) সাত দিন ব্যাপী “AAMAR KOLKATA METRO” অ্যাপ জনপ্রিয় করার জন্য এক বিশেষ প্রচার অভিযান শুরু করেছে।

Advertisment

এই প্রচার পর্বে ৭২ জন ভারত স্কাউটস অ্যান্ড গাইডস (Bharat Scouts & Guides) cadets Eastern Railway-র সাহায্যে যাত্রীদের অ্যাপ ডাউনলোড ও মোবাইল QR-টিকিট বুকিংয়ের ব্যাপারে প্রশিক্ষণ দিচ্ছেন—Google Play Store ও App Store থেকে।

আরও পড়ুন- Kolkata weather Today:আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে তুমুল ঝড়-জলে ভাসবে বাংলা?

Advertisment

কলকাতা মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে এই ধরনের কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে। কলকাতা মেট্রোরেলের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে হাওড়া, শিয়ালদহ, সল্টলেক সেক্টর ফাইভ, দমদম, এসপ্ল্যানেড স্টেশনে এই ধরনের প্রচারাভিযানের জেরে যাত্রীদের মধ্যেও বিপুল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। 

আরও পড়ুন- CU VC:'জামাটাও পরে ফেলেছেন, এটাই ওঁর কাছে প্রত্যাশিত', TMCP-র অনুষ্ঠানে অধ্যক্ষের উপস্থিতি নিয়ে বললেন উপাচার্য

“AAMAR KOLKATA METRO” অ্যাপ দীর্ঘ লাইনে সময় ব্যয় ও খরচ বাঁচাতে কার্যকর হাতিয়ার, যাত্রীদের ইতিমধ্যে আগেই স্টেশন পৌঁছতে আগে অ্যাপ ব্যবহার করে টিকিট কেনার জন্য উৎসাহিত করা হচ্ছে। এক্ষেত্রে ৫% ছাড়ের অফারও মিলছে।

আরও পড়ুন- Suvendu-Mamata:'মুসলমানদের ৯০ শতাংশ ভোট নিতেই ফের NRC নিয়ে চেঁচাচ্ছেন', মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Metro Bengali News Today kolkata metro