Advertisment

'ওহ লাভলি'! গায়ে ব্রাজিলের পতাকা, কাকভোরে কাতারে উড়ে গেলেন মদন

কলকাতা এয়ারপোর্টে মদনকে বিদায় জানাতে হাজির ছিলেন তাঁর বহু অনুরাগী।

author-image
IE Bangla Web Desk
New Update
Madan Mitra, Qatar, World Cup Football

প্রিয় দলের খেলা দেখতে ব্রাজিলের পতাকা গায়ে দিয়ে কাতার গেলেন কালারফুল মদন।

বিশ্বকাপ মাঠে বসে দেখবেন বলেছিলেন। সেই কথা মতো বৃহস্পতিবার ভোরে কাতার উড়ে গেলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তখনও কাকপক্ষী জাগেনি, ঘুমিয়ে রয়েছে তিলোত্তমা। সেই সময় কাতারগামী বিমানে চড়ে উড়ে গেলেন বিশ্বকাপের দেশে। আজই পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল নামছে বিশ্বকাপ অভিযানে। প্রিয় দলের খেলা দেখতে ব্রাজিলের পতাকা গায়ে দিয়ে কাতার গেলেন কালারফুল মদন।

Advertisment

এদিন কাকভোরে কলকাতা এয়ারপোর্টে মদনকে বিদায় জানাতে হাজির ছিলেন তাঁর বহু অনুরাগী। কাতারে সেলেকাওদের হয়ে গলা ফাটাবেন মদন। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ফুটবলের প্রতি ভালবাসা সর্বজন বিদিত। ২৯ নভেম্বর পর্যন্ত কাতারে থাকার কথা মদনের। ৩০ নভেম্বর ফের দেশে ফিরে আসবেন কামারহাটির বিধায়ক।

বর্তমানে বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে। কিন্তু তাঁর মধ্যেই বিশ্বকাপ দেখতে কাতারে গেলেন মদন। ৩০ তারিখ ফিরে আবার কাতারে যাবেন তিনি। আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর থাকবেন সেখানে। নকআউট পর্বের খেলায় সেমিফাইনাল এবং ফাইনাল দেখে আবার পা রাখবেন দেশের মাটিতে। ততদিন তাঁর অসংখ্য অনুরাগী তাঁকে মিস করবেন বলাই বাহুল্য।

আরও পড়ুন মন মজে কাতারে, গান ভাইরাল সোশ্যালে! বিশ্বকাপের আগেই সুরের ঝড় ‘গোলের বার্তা’ মদনের

মদনের কাতারযাত্রা নিয়ে এর আগে বিতর্ক তৈরি হয়েছিল। আগে ঠিক ছিল, ২১ নভেম্বর বিমান ধরবেন তিনি। কিন্তু তার আগে ১৮ তারিখ থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, শাসকদলের বিধায়কদের নিয়মিত হাজিরা দিতে হবে অধিবেশনে। তাই দিদির কথা ফেলতে পারেননি মদন। তাই কয়েকদিন অধিবেশনে থেকেই আজ উড়ে গেলেন কাতার।

আরও পড়ুন বিশ্বকাপ জ্বরে কাঁপছেন মদন, বিধানসভার অধিবেশন বাদ দিয়ে কাতারে ছুটছেন বিধায়ক

তাঁর কাতারযাত্রা নিয়ে আগে মদন বলেছিলেন, "যাঁর জন্য মদন মিত্র, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অবজ্ঞা করতে পারি না। দল চেয়েছিল ২৩ তারিখ পর্যন্ত আমি যেন কলকাতায় থাকি। তাই ২৪ নভেম্বর ভোরে কাতারে যাব।" আপাতত কয়েকদিন রাজনীতির বাইরে থেকে ফুটবল বিশ্বকাপে মজে থাকবেন রঙিন মদন।

brazil West Bengal Madan Mitra Qatar World Cup 2022 tmc
Advertisment