Saokat Molla convoy accident:বড়সড় বিপত্তি! ভয়াবহ দুর্ঘটনার কবলে শওকত মোল্লার কনভয়ের গাড়ি

Road Accident: মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ওই রাস্তায় যানজট তৈরি হয়।

Road Accident: মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ওই রাস্তায় যানজট তৈরি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Saokat Molla convoy accident,  MLA convoy faces collision,  pilot car crashes into bike,  Bhangar Canning accident MLA convoy,  Saokat Molla convoy biker injured , pilot car front damaged in accident,শওকাত মোল্লার কনভয় দুর্ঘটনা,  বিধায়কের কনভয় দুর্ঘটনায় পড়ল  ,শওকাত মোল্লার চিটচিটি কনভয়  ,ভাঙড়-বামনঘাটায় বিধায়কের কনভয় ধাক্কা খায়  ,কনভয়ের পুলিশ পাইলট কারে দুর্ঘটনা,  বাইকর চাপা পড়ে আহত হলেন বাইক আরোহী  ,২ সেপ্টেম্বর দুর্ঘটনা শওকত মোল্লা কনভয়

Saokat Molla: তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

Saokat Molla convoy accident: দুর্ঘটনার কবলে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জানা গিয়েছে, মঙ্গলবার ভাঙড় থেকে কলকাতায় আসার পথে বামনঘাটার কাছে দুর্ঘটনার কবলে পরে তৃণমূল বিধায়কের কনভয়ের একটি পাইলট কার। ওই পাইলট কারের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

Advertisment

জানা গিয়েছে, এদিন শওকত মোল্লার কনভয়ের সামনে থাকা পুলিশের একটি পাইলট কারের মুখোমুখি ধাক্কা মারে একটি বাইক। এরপরেই পুলিশের একটি পাইলট কারটি সোজা গিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তার জেরে ওই গাড়িটির সামনের অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্টোদিকে বাইক আরোহীও বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হয়েছেন।

আরও পড়ুন- West Bengal News live updates:বিধানসভার বিশেষ অধিবেশনেও তুলকালাম! ফের সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Advertisment

তবে পিছনের গাড়িতে থাকা শওকত মোল্লা অবশ্য সম্পূর্ণ নিরাপদেই রয়েছেন। এদিকে দুর্ঘটনার পরেই আহত যুবকের চিকিৎসার বন্দোবস্ত করা হয়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। 

আরও পড়ুন-Calcutta High Court:'যথেষ্ট হয়েছে সবেরই একটা সীমা থাকে', 'দাগি' শিক্ষকদের আর্জিতে যারপরনাই ক্ষুব্ধ হাইকোর্ট

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পাইলট কারটির সামনে আচমকা বাইকটি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক এবং পাইলট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তারই জেরে ওই বিপত্তি ঘটে।

saokat molla TMC MLA accident