/indian-express-bangla/media/media_files/2025/09/02/saokat-2025-09-02-16-14-36.jpg)
Saokat Molla: তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
Saokat Molla convoy accident: দুর্ঘটনার কবলে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জানা গিয়েছে, মঙ্গলবার ভাঙড় থেকে কলকাতায় আসার পথে বামনঘাটার কাছে দুর্ঘটনার কবলে পরে তৃণমূল বিধায়কের কনভয়ের একটি পাইলট কার। ওই পাইলট কারের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
জানা গিয়েছে, এদিন শওকত মোল্লার কনভয়ের সামনে থাকা পুলিশের একটি পাইলট কারের মুখোমুখি ধাক্কা মারে একটি বাইক। এরপরেই পুলিশের একটি পাইলট কারটি সোজা গিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তার জেরে ওই গাড়িটির সামনের অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্টোদিকে বাইক আরোহীও বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হয়েছেন।
তবে পিছনের গাড়িতে থাকা শওকত মোল্লা অবশ্য সম্পূর্ণ নিরাপদেই রয়েছেন। এদিকে দুর্ঘটনার পরেই আহত যুবকের চিকিৎসার বন্দোবস্ত করা হয়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পাইলট কারটির সামনে আচমকা বাইকটি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক এবং পাইলট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তারই জেরে ওই বিপত্তি ঘটে।