/indian-express-bangla/media/media_files/2025/09/03/kolkata-metro-2025-09-03-10-29-11.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
Kolkata Metro: কবি সুভাষ মেট্রো স্টেশনের (নীচের প্ল্যাটফর্ম) বন্ধের কারণে যাত্রীদের শহিদ ক্ষুদিরাম স্টেশনে নামতে হচ্ছেন। খালি রেকগুলো প্রথমে কবি সুভাষ ডাউন প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়, রিভার্সাল শেষে আপ লাইন ধরে শহিদ ক্ষুদিরাম স্টেশনেই ফের রেলপথে চালু করা হচ্ছে, ফলে রেক রিভার্সালের সময় ব্যাপকভাবে বেড়েছে।
ব্যস্ত সময়ের যাতায়াত সংক্রান্ত চাহিদা মেটাতে, কিছু ডাউন ট্রেন মহানায়ক উত্তম কুমার স্টেশনে শর্ট-টার্মিনেট করে আপ লাইন ধরে দক্ষিণেশ্বরের পথে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে এই ব্যবস্থায় কবি নজরুল থেকে আসা আপ ট্রেন এবং রবীন্দ্র সরোবর থেকে আসা ডাউন ট্রেন মহানায়ক উত্তম কুমার স্টেশনে ঢোকানো সম্ভব হচ্ছে না। যা সার্বিকভাবে সিস্টেমে আরও জটিলতা তৈরি করছে।
এই সমস্যা মেটাতে এবার কলকাতা মেট্রোরেলের ইয়েলো লাইন ও ব্লু লাইন আলাদা করার প্রয়াস নেওয়া হচ্ছে। এয়ারপোর্ট–নোয়াপাড়া (ইয়েলো লাইন) এবং ব্লু লাইনের (নোয়াপাড়া–শহিদ ক্ষুদিরাম) পরিষেবা সম্পূর্ণভাবে আলাদা করা হচ্ছে—যেভাবে গ্রিন ও ব্লু লাইন একে অপর থেকে নিরপেক্ষ রয়েছে।
কবি সুভাষ স্টেশন বন্ধের জেরে যে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, তা কমাতে ব্লু লাইনের পরিষেবার সংখ্যাও নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রতিদিনের বাণিজ্যিক পরিষেবা শুরুর আগেই মহানায়ক উত্তম কুমার ও নোয়াপাড়া স্টেশনে আগে থেকেই ৩টি করে রেক রাখা হচ্ছে।
আরও পড়ুন-Kolkata Metro: নিত্যযাত্রীদের জন্য বড় খবর! গুরুত্বপূর্ণ এই সময়ে আর মিলবে না মেট্রো
এরই পাশাপাশি মেট্রো ট্রেনের কার্যক্রম সহজ করার জন্য টালিগঞ্জ কারশেড ফের চালু করা হচ্ছে, যা উৎসবের মরশুম পুরোদমে শুরুর আগেই কার্যকরী হবে বলে আশা করা যাচ্ছে। সপ্তাহান্তে বাণিজ্যিক সময়ের বাইরেও প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনগুলো করা হবে যাতে সপ্তাহের অন্যান্য দিনের সকালের দিকের পরিষেবা ব্যাহত না হয়।
আরও পড়ুন-Kolkata Metro:পুজোর মুখেই ইতিহাস গড়ল কলকাতা মেট্রো! অভূতপূর্ব সাফল্যে মুকুটে নতুন পালক