Junior Doctor's Protest: ৫ দফা দাবিতে একটানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জট কাটাতে বারংবার জুনিয়র ডাক্তারদের বৈঠকের বার্তা দিয়েছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত এমন দু'টি বৈঠকের সম্ভাবনা তৈরি হলেও তা ভেস্তে গিয়েছে। দিন কয়েক আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তাঁর বাড়িতে বৈঠকের উদ্দেশ্যে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই বৈঠক ইস্যুতেই একটি চাঞ্চল্যকর অডিওক্লিপ প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই অডিওক্লিপটি জুনিয়র ডাক্তারদের মধ্যে আলোচনার অংশ বিশেষ বলে দাবি কুণালের।
কী শোনা যাচ্ছে সেই অডিওক্লিপে?
কুণাল ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী তাঁর কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকার পর আলোচনায় বসেছিলেন চিকিৎসকরা। সেই আলোচনারই অংশ বিশেষ এই অডিওক্লিপ। যদিও এই অডিওক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
সেই অডিও ক্লিপটিতে শোনা যাচ্ছে, "সুপ্রিম কোর্ট ১৭ তারিখে আমাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারে এটা আমরা ভাবছি। এটা এমন নয় যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবেই বলেছে। আমাদের সুপ্রিম কোর্ট বলেছে তোমরা কাজে ফেরো। তা না হলে যা অ্যাকশন নিতে চায় নিতে পারে। এর বাইরে সুপ্রিম কোর্ট কিছু বলেনি। সুপ্রিম কোর্ট এটা বলেনি যে তোমরা যদি হেয়ারিংয়ের আগে কাজে না ফেরো তাহলে আমরা অ্যাকশন নেব। তবে আমরা এটা ভাবছি যে সুপ্রিম কোর্ট হয়তো এই কাজটা করবে।"
পাল্টা আরও একটি মন্তব্য ভেসে এসেছে সেই অডিওক্লিপটিতে। সেখানে কাউকে বলতে শোনা যাচ্ছে, "এই যতগুলির ছেলের শাস্তি হবে তার দায়িত্ব তোকে নিতে হবে। তুই আলোচনার জায়গা বেধে রেখেছিস। ইকুয়েশন বুঝতে পারছিস তো?"
আরও পড়ুন- Bengal Weather: এখনই কাটছে না দুর্যোগ, আজও কাঁপানো বৃষ্টি কোন কোন জেলায়? আবহাওয়ার উন্নতি কবে?
CM র বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও Live হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 15, 2024
** এই অডিও কারুর টেলিফোন কথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।https://t.co/Cb82gQpgWz
কুণাল ঘোষের দাবি, এই অডিওক্লিপটি জুনিয়র ডাক্তারদের মধ্যে আলোচনার অংশবিশেষ। যদিও সেই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
আরও পড়ুন- RG Kar Case: প্রমাণ লোপাটে যোগসাজশ, বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত, সন্দীপ ও অভিজিতের ৩ দিনের CBI হেফাজত
কুণাল ঘোষ অডিওক্লিপটি এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, "CM র বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও Live হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল। এই অডিও কারুর টেলিফোন কথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।"
আরও পড়ুন- Digha: অভাবনীয় কাণ্ডে অফুরান উচ্ছ্বাস! দিঘা, মন্দারমণি, তাজপুরে উপচে পড়া ভিড়, কেন জানেন?