Advertisment

টাকা ফেরত নিয়ে কোনও কথা হয়নি ইডির সঙ্গে: শতাব্দী

ইডি দফতরে গেলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। এদিন সকালে সিজিও কমপ্লেক্সে যান বীরভূমের সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
satabdi roy, শতাব্দী রায়

শতাব্দী রায়। ছবি: জগদীশ সাধুখাঁ।

টানা তিন ঘণ্টা তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে জিজ্ঞাসাবাদ করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) তদন্তকারীরা। সারদা-কাণ্ডে এই অভিনেত্রীকে তলব করেছিল ইডি। সল্টলেকের সিজিওতে ইডির দফতর থেকে বেরিয়ে শতাব্দী বলেন, "বেশ কিছু নথিপত্র চেয়েছিলেন তদন্তকারীরা। সেই সব নথি এদিন ইডির আধিকারিকদের কাছে জমা দিয়েছি। তলব করলে ফের সহযোগিতা করব।" ইডি সূত্রে খবর, শতাব্দীর জমা দেওয়া নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রয়োজনে ফের তলব করা হতে পারে এই তৃণমূল সাংসদকে।

Advertisment

সারদাকাণ্ডে ইডির নোটিসের প্রেক্ষিতে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে যান তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। এদিন সকালে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হন বীরভূমের সাংসদ। মিঠুন চক্রবর্তীর কায়দায় সারদার টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছেন শতাব্দী। সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নেওয়া টাকা ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে ইডিকে চিঠিও লেখেন টলিউডের এই অভিনেত্রী। চিঠিতে বীরভূমের সাংসদ জানিয়েছিলেন, সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ৪২ লক্ষ টাকা নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু টিডিএস কেটে তিনি পেয়েছিলেন ২৯ লক্ষ টাকা। সেই ২৯ লক্ষ টাকাই ইডির হাতে শতাব্দী তুলে দিতে চান।  সংসদে অধিবেশন শেষের পরই ইডি দফতরে গিয়ে সেই টাকা ফেরত দিতে চান বলে চিঠিতে জানিয়েছিলেন শতাব্দী। এদিন শতাব্দী সেই টাকা ফেরত দেন কিনা সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের। তবে তৃণমূল সাংসদ এদিন বলেন, "ওই টাকা ফেরত দেওয়া নিয়ে কোনও কথা হয়নি।"

publive-image ইডির দফতরে শতাব্দী রায়। ছবি- জগদীশ সাধুখাঁ

আরও পড়ুন: মিঠুনের মতো সারদার টাকা ফেরাতে চান শতাব্দীও

প্রসঙ্গত, কয়েকদিন আগে শতাব্দীকে ইডির তলব প্রসঙ্গে ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শতাব্দী আমাকে বলছিল, জানো দিদি, আমাকে আবার ইডি ডেকেছে…শতাব্দীকে একা নয়, প্রসেনজিৎ-ঋতুপর্ণাকেও ডেকেছে ইডি। আরও অনেককেই ডাকবে। ডেকেই বলছে, বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ কর। বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করলে গ্রেফতার করা হবে না। না যোগাযোগ করলে তাপস পাল হতে হবে, সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে হবে…আমার কাছে প্রমাণ রয়েছে।”

আরও পড়ুন: ‘সারদাকাণ্ডে তৃণমূলের সব পদাধিকারীকেই ডাকবে সিবিআই’, জিজ্ঞাসাবাদ শেষে বিস্ফোরক দীনেশ ত্রিবেদী

উল্লেখ্য, লোকসভা ভোটের পরই সারদা তদন্তে জোর তৎপরতা শুরু করেছে ইডি-সিবিআই। ইতিমধ্যেই এ মামলায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এই তদন্তে তলব করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে।

satabdi roy
Advertisment