Sougata Roy: 'মানসিক ভারসাম্য হারিয়েছেন কল্যাণ', দলের সাংসদকেই যা নয় তাই বললেন সৌগত!

Sougata Roy-Kalyan Banerjee: তৃণমূলে নজিরবিহীন সংঘাত! সৌগত রায়-সহ দলের তিন সাংসদকে আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার তারই পাল্টা বর্ষীয়ান সাংসদের।

Sougata Roy-Kalyan Banerjee: তৃণমূলে নজিরবিহীন সংঘাত! সৌগত রায়-সহ দলের তিন সাংসদকে আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার তারই পাল্টা বর্ষীয়ান সাংসদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Mp Sougata Roy attacks Kalyan Banerjee,কল্যাণ বন্দ্যোপাধ্যায়,সৌগত রায়

Sougata Roy- Kalyan Banerjee: সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Sougata Roy attacks Kalyan Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে এবার মুখ খুললেন সৌগত রায়ও (Sougata Roy)। দমদমের বর্ষীয়ান সাংসদকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন দলেরই অপর সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানসিক ভারসাম্য হারিয়েছেন বলেও তোপ দেগেছেন তিনি। শুধু তাই নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকেও সরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন দমদমের তৃণমূল সাংসদ।

Advertisment

কল্যাণকে আক্রমণ করে কী বললেন সৌগত?

"তৃণমূলের একজন সাংসদও নেই যে কল্যাণের পক্ষে আছে। দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে এই ঘটনায়। কল্যাণের এই আচরণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। অনেক ক্ষমতার অপব্যবহারও করছেন কল্যাণ। আইনের জ্ঞানের অভাব রয়েছে ওঁর। ওঁর মানসিক সমস্যা রয়েছে। মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত কল্যাণকে। যেদিন ও গালাগাল দিল সেদিনও প্লেনে আমার পাশেই ফিরেছে। আমি ওঁর নামে কিছু বলিনি আজ সকাল পর্যন্ত। কখন ওঁর কী মনে হয় কী বলে... কে বলতে পারবে।"

তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ কথা। ২০০১ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে রয়েছি। সবাই চেয়েছিল যে দলনেত্রীকে জানানো হোক। আমি নিজে থেকে এসব নিয়ে কেন ওঁকে বিব্রত করব? উনি কী করবেন সেটা আমি বলতে পারি না। তবে কল্যাণকে চিফ হুইপ রাখা উচিত নয়।"

Advertisment

আরও পড়ুন- Kalyan Banerjee: 'সৌগত রায়ের কোনও ক্যারেক্টার আছে? নারদার চোর', বেনজির আক্রমণ কল্যাণের, নিশানায় মহিলা সাংসদও

এর আগে সৌগত রায়-সহ তৃণমূলের তিন সাংসদকে আক্রমণ করে কী বলেছিলেন কল্যাণ?

"সৌগত রায়ের কোনও ক্যারেক্টর আছে? নারদার চোর সাংসদ সৌগত রায়। নারদার টাকা নিয়েছেন সৌগত রায়। আমাকে জেলে ঢোকাবে বলেছেন মহিলা সাংসদ। আমার মেয়েকে নিয়ে মিথ্যা কথা বলেছেন ওই মহিলা সাংসদ। আমাকে বলা হয় জেলে ঢোকাবো। শুধু আদানি আর মোদীকে নিয়ে কথা বলেন ওই মহিলা সাংসদ। বাইরে থেকে এসেছেন আমাদেরই এক সাংসদ ভিডিও করে বাইরে ছেড়ে দিয়েছেন। সংসদে আমি লড়াই করি। একটা অধিবেশনে আসব না বুঝবে কী হয়! সৌগত রায়ের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমার ভুল হয়ে থাকলে দিদি বলুন, ইস্তফা দিয়ে চলে যাব।"

আরও পড়ুন- West Bengal News Live:মমতা মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত অবৈধ? বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের

Bengali News Today tmc Kalyan Banerjee Sougata Roy