Waqf Protest: 'যারা ঘটনা ঘটাচ্ছে পুলিশ তাদের চেনে, ভেবেচিন্তে অ্যাকশন নিতে হয়', মন্তব্য তৃণমূল সাংসদের

Murshidabad Violence: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে রাজ্যের একাধিক জেলায়। মুর্শিদাবাদে হিংসার আগুন জ্বলে ওঠে। প্রাণহানি পর্যন্ত ঘটেছে।

Murshidabad Violence: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে রাজ্যের একাধিক জেলায়। মুর্শিদাবাদে হিংসার আগুন জ্বলে ওঠে। প্রাণহানি পর্যন্ত ঘটেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

প্রতীকী ছবি।

Murshidabad Waqf Act Protest: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের ঝড় বয়ে যায় রাজ্যে। ওয়াকফ-প্রতিবাদ রূপ নেয় সাম্প্রদায়িক সংঘর্ষের। সেই সংঘর্ষে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে তিনজনের প্রাণহানি পর্যন্ত ঘটেছে। বেপরোয়াভাবে টানা কয়েকদিন জুড়ে কার্যত তাণ্ডব চলেছে জঙ্গিপুর,সুতি,সামশেরগঞ্জ, ধুলিয়ানে। এবার এই ওয়াকফ-অশান্তি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকফ আইনের প্রতিবাদে চলা সংঘর্ষ-হিংসা নিয়ে নিজের মতামত রেখেছেন তিনি। 

Advertisment

কী বললেন সৌগত রায়?

টিভি নাইন বাংলার প্রতিনিধিকে সৌগত রায় বলেছেন, "সংখ্যালঘুদের একটা অংশ আবেগতাড়িত হয়েছিল। সেই আবেগের ফলে কিছু স্বতস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে। যে দু'এক জায়গায় সংখ্যাগুরু হিন্দুদের এলাকা ছেড়ে দিতে হয়েছে সেটা সমাজবিরোধীদের কার্যকলাপের জন্য। সেটার কোনও ভিত্তি ছিল না। এই যে আগুন লাগানো....এতো স্বাভাবিক-সাধারণ লোকেরা করে না। মানুষের আবেগ থাকে। বলে জ্বালিয়ে দে, পুড়িয়ে দে...কিছু সমাজবিরোধী তার সুযোগ নেয়। পুলিশেরও অনেক সময় পৌঁছোতে দেরি হয়। তার ফলে বিষয়টা বেড়ে যায়। পুলিশ নিষ্ক্রিয় নয়। সব জায়গাতেই অ্যাকশন নিয়েছে, হয়তো দেরি হয়েছে কোথাও কোথাও।"

তিনি আরও বলেন, "কখন কে কোথায় আগুন জ্বালিয়ে দিচ্ছে, পুলিশ সেটা আগে থেকে জানতে পারেনি। ইন্টালিজেন্স সব জায়গার খবর দিতে পারেনি। কেন্দ্রীয় বাহিনী কিছু না ভেবে অ্যাকশন নেয়। রাজ্য পুলিশের লোকেরা তো যারা ঘটনা ঘটাচ্ছে তাদের চেনে জানে...অনেক ভেবেচিন্তে অ্যাকশন নিতে হয়। কেন্দ্রীয় বাহিনী কিছু না শুনেই সবার ওপর অ্যাকশন নেবে এই ভয়টা লোককে শান্ত করে দেয়। যে সব নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব থাকে সেটা শান্তিপূর্ণ হয়।"

Advertisment

আরও পড়ুন- Mamata Banerjee: 'বলছে এই দাঙ্গায় হাত বাংলাদেশের, তবে তো দায় কেন্দ্রের', সোচ্চার মমতা

এদিকে, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে চলা হিংসায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শান্তি স্থাপনে আজই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেম ও অন্যান্য ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। সেই আলোচনাতেও শান্তি স্থাপনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন- Mamata Banerjee: 'মসজিদ থেকে বাকিদের বোঝান', শান্তি স্থাপনে ইমামদের বার্তা মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে মুখ খুলে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, "এত তাড়াহুড়ো কেন? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বাংলা তো বাংলাদেশের সীমান্ত। আপনি ইউনুসের সঙ্গে গোপন মিটিং করুন। দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনাদের প্ল্যানিংটা কী? ওখান থেকে লোক এনে দাঙ্গা করা ? বলা হচ্ছে এই দাঙ্গায় বাংলাদেশের হাত আছে। যদি থাকে তাহলে তো এটা কেন্দ্রের দায়। কারণ বর্ডার দেখে BSF।"

আরও পড়ুন- Waqf Protest: 'অবিকল বাংলাদেশ মডেল', মুর্শিদাবাদের ওয়াকফ-অশান্তি নিয়ে বিস্ফোরক দিলীপ

Bengali News Today news of west bengal Sougata Roy Murshidabad Violence