/indian-express-bangla/media/media_files/2025/08/09/murder-2025-08-09-21-25-49.jpg)
গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
ফের খুন তৃণমূল নেতা। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলের। এবার ঘটনাটি কোচবিহারের। গুলিতে জখম আরও এক যুবক। শনিবারের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কোচবিহার-২ ব্লকের ডোডেয়ারহাটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে পুন্ডিবাড়ির ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমর রায় নিজের গাড়িতে সঙ্গীদের নিয়ে বাজার করতে গিয়েছিলেন কোচবিহার-২ ব্লকের ডোডেয়ারহাটে। বাজার করে ফেরার পথে তাঁদের পথ আটকে দুষ্কৃতীরা।
অমর রায়কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অমর। গুলিবিদ্ধ হন গাড়ি চালকও। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অমরকে মৃত বলে ঘোষণা করেন। গুলিবিদ্ধ গাড়ির চালকের চিকিৎসা চলছে কোচবিহার মেডিকেল কলেজে।
আরও পড়ুন- Death: দিল্লিতে কাজে গিয়ে বিরাট দুর্ঘটনার কবলে বাঙালি পরিবার, পরপর মৃত্যুতে হাহাকার!
স্থানীয়রা জানিয়েছেন, হেলমেট পরে দুষ্কৃতীরা দুটি বাইকে চেপে এসেছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার পুলিশ। দুষ্কৃতীদের পাকড়াও করতে কোচবিহারের জায়গায় জায়গায় নাকা চেকিং শুরু করেছে।