TMC MP Mausam Noor: বন্যায় প্লাবিত এলাকার পরিদর্শনের সময় আচমকায় দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল নেত্রী। তবে মৌসম রক্ষা পেলেও চলন্ত নৌকা থেকে বেসামাল হয়ে নদীতে পড়ে যান তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র রায়। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় রতুয়া ১ ব্লকের মহানন্দাটোলা এলাকায়। যদিও নৌকাচালকদের তৎপরতায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে মহানন্দাটোলা এলাকা পরিদর্শন করে ত্রাণ বিলি করেন সাংসদ মৌসম নূর।
উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে মালদার চাঁচোল মহকুমার রতুয়া ১ ব্লকের বিস্তীর্ণ এলাকা গঙ্গা এবং ফুলহার নদীপ জলে প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বানভাসিদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। ইতিমধ্যে রতুয়া এবং মানিকচক এলাকাতেও রাজ্য প্রশাসন ও রাজ্যের মন্ত্রীরাও বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।
ভূতনি এবং রতুয়া এলাকায় জেলাশাসক নীতিন সিংহানিয়া বন্যা পরিস্থিতির তদারকি চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। বানভাসি মানুষদের খাবার, ত্রিপল-সহ নানা সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন- Rupa Ganguly Arrested: রাতভর বাঁশদ্রোণী থানায় ধর্না, গ্রেফতার BJP নেত্রী রূপা গাঙ্গুলি
এদিন তৃণমূল সাংসদ মৌসম নূর বলেন, "নৌকা করে যাওয়ার সময় নদীতে এই মাঝপথে নৌকা একটু বেসামাল হতেই দলের একজন নেতা জলে পড়ে গিয়েছিলেন। যদিও তাঁর তেমন চোট লাগেনি। তাঁকে উদ্ধার করেন মাঝিরা। অল্পের জন্য আমিও বেঁচেছি। এরকম ঘটনা ঘটতেই পারে। তবে যতই বাধা আসুক, মহানন্দাটোলা এলাকার বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করে সমস্যার কথা শোনার পাশাপাশি ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বানভাসিরা যে স্কুলগুলিতে রয়েছেন সেই সব জায়গাও এদিন পরিদর্শন করেছি। দুর্গত মানুষদের জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েতের পক্ষ থেকেও নিয়মিত খিচুড়ি, সবজি সহ নানা ধরনের খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।"