Advertisment

Mundeswari Dredging Projects: বন্যা নিয়ে কেন্দ্রকে তুলোধনা মুখ্যমন্ত্রীর, মুণ্ডেশ্বরীর ড্রেজিংয়ের কাজের সার্থকতা নিয়ে প্রশ্ন বানভাসিদের

Mundeswari Dredging Projects: কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন একাধিক ব্যারাজে সময়মতো ড্রেজিং করা হয় না বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্গাপুজোর ঠিক মুখে ফের একবার বানভাসি পরিস্থিতি তৈরি হয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
flood affected people questioning  dredging work of Mundeswari river,মুণ্ডেশ্বরী নদী, ড্রেজিং

কয়েক সপ্তাহ আগেও জামালপুরের বিস্তীর্ণ অংশের ছবিটা এমনই ছিল। ছবিটি তুলেছিলেন প্রদীপ চট্টোপাধ্যায়।

Mundeswari Dredging Projects: বন্যা প্রতিরোধের জন্য নেওয়া হয়েছিল মুণ্ডেশ্বরী নদীর নাব্যতা বৃদ্ধির পরিকল্পনা। সেই মতো দু’বছর আগে ঢাক-ঢোল পিটিয়ে মুণ্ডেশ্বরী নদীতে শুরু হয়েছিল ড্রেজিংয়ের কাজ। একইসঙ্গে নদী ভাঙন রুখতে বোল্ডার দিয়ে দামোদর ও মুণ্ডেশ্বরী নদীর পাড় বাঁধানোর কাজও চলে। কাগজে-কলমে বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় হওয়া এই সব কাজ সফলতা পেলেও কাজের কাজ যেন কিছুই হল না।

Advertisment

আগের মতো এবারও DVC-র ছাড়া জল মুণ্ডেশ্বরী ও দামোদর উপচেই প্রবাহিত হল। তারই জেরে পুজোর মুখে বানভাসি হল পূর্ব বর্ধমানের জামালপুরের জ্যোৎশ্রীরাম অঞ্চলের বেশ কিছু গ্রাম। তার দরুন হওয়া ক্ষয়ক্ষতি সামলাতে এখনও হিমশিম খাচ্ছেন ওই সব গ্রামের বাসিন্দারা। এই অবস্থায় বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় হওয়া নদীর ড্রেজিংয়ের কাজের সার্থকতা নিয়েই প্রস্ন উঠেছে।

কৃষি মাতৃক জেলা পূর্ব বর্ধমান। রাজ্যের শস্য গোলা হিসেবেও এই জেলার খ্যাতি রয়েছে। এমন এক জেলার জামালপুর সহ বিস্তীর্ণ অংশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদ। তারই শাখা নদী মুণ্ডেশ্বরী। সেই শাখা সৃষ্টির স্থান হিসেবে মান্যতা পেয়ে আসছে জামালপুর ব্লকের জ্যোৎশ্রীরাম অঞ্চলের মুইদিপুরের 'বেগোর মুখ' এলাকাটি। এখান থেকেই সৃষ্ট মুণ্ডেশ্বরী নদী হুগলির দিকে বয়ে গিয়েছে। আর অন্য দিকে বয়ে গিয়েছে দামোদর (Damodar)।

মুইদিপুরে 'বেগোর মুখের' কাছে দামোদরের গা ঘেঁষে রয়েছে জ্যোৎশ্রীরাম পঞ্চায়েতের অন্তর্গত অমরপুর,পাইকপাড়া, পারউজিরপুর, শিয়ালী, কোরা, সাজেমলতলা প্রভৃতি গ্রাম। দামোদরের শাখা নদী মুণ্ডেশ্বরীর গা ঘেঁষে জ্যোৎশ্রীরাম অঞ্চলের মধ্যে রয়েছে মাঠশিয়ালী,রেশেলাতপুর,মুইদিপুর ও উজিরপুর। এই সব গ্রাম গুলির অপর প্রান্তে মুণ্ডেশ্বরীর গা ঘেঁষে রয়েছে রায়না ২ ব্লকের গোতান,সুবলদহ,বড়বৈনান,বাতাসপুর,নরসিংহপুর,ফতেপুর প্রভৃতি গ্রাম।

আরও পড়ুন- Durga Puja 2024: ১১০ ফুটের সুবিশাল দুর্গা! কলকাতার নাকের ডগায় পুজোয় এবার বিরাট চমক, শিল্পকর্ম তাক লাগাবে

আরও পড়ুন- Rupa Ganguly Arrested: রাতভর বাঁশদ্রোণী থানায় ধর্না, গ্রেফতার BJP নেত্রী রূপা গাঙ্গুলি

পুজোর মুখে টানা কয়েক দিন ভারী বৃষ্টিপাত চলার মধ্যেই DVC জল ছাড়া শুরু করে। সেই জল দামোদর দিয়ে প্রবাহিত হয়ে 'বেগোর মুখ' এলাকায় পৌঁছোতেই জল দামোদর ও মুণ্ডেশ্বরী উপচে যায়। সেই কারণে জ্যোৎশ্রীরাম অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম সহ রায়না ২ ব্লকের গোতান অঞ্চলের কয়েকটি গ্রামও বানভাসি হয়ে পড়ে।

এই বন্যাকে 'ম্যান মেড' বন্যা বলে দাবি করে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বন্যায় মানুষের দুর্ভোগ বাড়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৯ সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লক ও জামালপুরের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ওই দিনই রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া-সহ রাজ্যের পাঁচ মন্ত্রী মিলে বন্যায় জেলার ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠকও করেন। এর ঠিক তিন দিন পরেই বনা পরিস্থিতি নিয়ে বর্ধমানে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই দিন মুখ্যমন্ত্রী পুজোর সময় বাংলা বানভাসি হওয়ার জন্য DVC-র সাথে সাথে কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় তোলেন। পাশাপাশি জলাধার গুলির ড্রেজিং কাজ না হওয়া নিয়েও তিনি ক্ষোভ ব্যক্ত করেন।

আরও পড়ুন- West Bengal Weather Update: বঙ্গোপসাগরে আবারও দানা বাঁধছে নিম্নচাপ! পুজো ভাসাবে বৃষ্টি? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

যদিও বানভাসি হওয়া জ্যোৎশ্রীরাম অঞ্চলের গ্রাম গুলির বাসিন্দারা বন্যা নিয়ে কেন্দ্র ও রাজ্যের এই কচকচানি নিয়ে মাথাই ঘামাতে চাননি। তাঁরা বরং ভিন্ন 'দোষারোপে’র' কথাই সামনে এনেছেন। তাঁরা মূলত মণ্ডেশ্বরীর নাব্যতা বৃদ্ধি এবং বোল্ডার দিয়ে দামোদরের পাড় বাঁধানো কাজের জন্য কোটি-কোটি টাকা খরচের সার্থকতা কি হল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন। এমনকি 'বেগোর মুখ' এলাকায় ড্রেজিংয়ের কাজ না হওয়ার পিছনে কারণ কী রয়েছে, তারও উত্তর তাঁরা পেতে চাইছেন। 

আরও পড়ুন- Durga Puja 2024: পুজো শুরু পুরোদমে! মহালয়ার রাতেই শ্রীভূমির পুজোয় উপচে পড়া ভিড়

এমন প্রশ্ন তোলার পিছনে বানভাসি হওয়া মুণ্ডেশ্বরী লাগোয়া জ্যোৎশ্রীরাম অঞ্চলের গ্রাম গুলির বাসিন্দাদের ব্যাখ্যা, DVC জল ছাড়লে আগেও তাঁদের গ্রাম বানভাসি হত। এবারও একই ভাবে বানভাসি হল। তাহলে 'বেগোর মুখের' পর থেকে মুণ্ডেশ্বরী নদীর নাব্যতা বৃদ্ধি কাজের স্বার্থকতা কি মিলল? শুধু তাই নয়, জল কমার সঙ্গে সঙ্গে দামোদরের পাড়ের বেশ কিছু জায়গায় বোল্ডার পিচিং ধসে পড়া নিয়েও হতাশা ব্যক্ত করেছেন গ্রামবাসীরা। এ নিয়ে তাঁদের বক্তব্য, 'টাকা খরচের সঙ্গে তাল মিলিয়ে কাজটা যাথাযথভাবে হলে, হয়তো এমনটা হত না।' 

আরও পড়ুন- Durgapuja 2024 : নজরকাড়া থিমে কলকাতাকে টেক্কা! লাখো দর্শনার্থীর প্রশংসা কুড়াতে তৈরি কল্যাণী আইটিআই মোড়ের পুজো

বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া জ্যোৎশ্রীরাম অঞ্চলের বাসিন্দারের তোলা এই সব প্রশ্নের উত্তর পেতে সেচ দফতরের একাধিক জেলা আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তাঁরা যদিও জানিয়ে দেন, এই বিষয়ে তাঁদের কিছু জানা নেই। উত্তর পাওয়ার জন্য  হাওড়া, হুগলি বা কলকাতার অফিসের সঙ্গে যোগযোগ করার পরামর্শও তাঁরা দেন। এর পর রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইঞাকে ফোন করা হলে তিনি বলেন, "এখনই আমি এই সব প্রশ্নের উত্তর দিতে পারব না। প্রশ্ন গুলো আমাকে লিখে পাঠান। ডিপার্টমেন্টে গিয়ে কথা বলে জেনে তারপর উত্তর দেব।"

Durga Puja Purba Bardhaman Durga Puja 2024
Advertisment