/indian-express-bangla/media/media_files/2025/09/09/ooo-2025-09-09-18-31-26.jpg)
TMCP leader arrested: ধৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা এবি সোহেল।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির প্রতি অসম্মান জানানোর অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট সভাপতিকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতে ওই ছাত্রকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে চাঁচোল থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে চাঁচোল মহকুমা আদালতে পেশ পুলিশের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম এবি সোহেল। তার বাড়ি চাচোল সদরে। গত ২ সেপ্টেম্বর চাচোল কলেজ চত্বরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি পোড়ানোর সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবিতেও আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালায় অভিযুক্ত ওই ছাত্র।
এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠে। এই পরিপ্রেক্ষিতে চাচলের একজন নাগরিক ওই ছাত্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবি সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবারই অভিযুক্ত ওই ছাত্রকে সংগঠন থেকে বহিষ্কার করে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ। চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ইউনাইটেড সভাপতি পদে ছিল এ বি সোয়েল। গতকালই তাকে বহিষ্কারের পাশাপাশি টিএমসির কলেজ ইউনিট ভেঙে দেওয়া হয়।
আরও পড়ুন-South 24 Parganas News:সূত্রের খবরে অতর্কিতে হানা! পালানোর পথই পায়নি দুষ্কৃতীরা, বিরাট গ্রেফতারি
ওই কমিটিতে ছিল ৩০ জন।সোয়েল দুইবছর আগে সভাপতি হন। সে চাঁচল কলেজেরই পড়ুয়া।এবার ফাইনাল ইয়ার (সিক্স সেমেস্টার) পাশ কোর্সের ছাত্র।
চাঁচল থানার পুলিশ জানিয়েছে,ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ওই দিন যারা ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল,তাদের শনাক্ত করা হচ্ছে।