Advertisment

Bengal Weather Update: মাঘের শুরুতেই ঠান্ডার রুদ্র মেজাজ দেখবে বাংলা! শীতের মারকাটারি ইনিংস কবে থেকে?

West Bengal Weather Forecast Today 16 January 2025: চলতি শীতের মরশুমে এখন ওপর্যন্ত হাড়কাঁপানো ঠান্ডার পরশ মেলেনি। তবে মাঘ মাসের প্রথমেই শীতের দারুণ কামব্যাকের পূর্বাভাস মিলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update, chances of light rain in several district: আবহাওয়ার পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Kolkata Weather: মাঘ মাসের শুরুতেই ঠান্ডার জমাটি কামব্যাকের পূর্বাভাস।

West Bengal Weather Update Today 16 January 2025:কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে লাগে! এবার শীতের তেমনই জোরালো দাপট দেখতে চলেছে বাংলা। সপ্তাহান্তেই জমাটি শীত পড়তে চলেছে জেলায়-জেলায়। আর দিন কয়েকেই হাড়কাঁপানো ঠান্ডার পরশ মিলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। জেলায় জেলায় এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তাপমাত্রা। শীতের এই দুরন্ত ইনিংস কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

চলতি বছরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাড়কাঁপানো ঠান্ডার পরশ মেলেনি। তবে মাঘ মাসের শুরুতেই সেই সম্ভাবনা রয়েছে। বলা ভালো, চলতি সপ্তাহের শেষের দিকেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। জেলায়-জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ নেমে যেতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে কুয়াশার দাপট থাকবে।

কলকাতার ওয়েদার আপডেট

Advertisment

এ সপ্তাহে ঠান্ডার রেশ আরও বাড়বে তিলোত্তমা মহানগরীতে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতা শহরের তাপমাত্রা আরও নেমে যেতে পারে। অর্থাৎ উইকেন্ডে শীতের জমাটি আমেজ টের পেতে পারেন কলকাতাবাসী। আর দিন ক.েকের মধ্যেই কলকাতার পারদও নামতে পারে। 

আরও পড়ুন- West Bengal News highlights: কলকাতার অভিজাত এলাকা থেকে উদ্ধার মহিলার ক্ষত-বিক্ষত মৃতদেহ, তদন্তে লালবাজারের গোয়েন্দারা

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত রয়েছে। দারুণ আবহাওয়ায় জমাটি মেজাজে পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। আগামী কয়েকদিন কুয়াশার ভালোমতো দাপট থাকবে আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদা জেলায়।

আরও পড়ুন- Mahakumbh 2025: পূণ্য করতে গিয়ে মহাকুম্ভে রহস্যমৃত্যু! দিশেহারা বাংলার এই পরিবার

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment