Bagrakot Loop Pool: সোশ্যাল মিডিয়ায় দুরন্ত ভাইরাল বাগরাকোট লুপ পুল (Bagrakot Loop Pool)। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যান চলাচল পুরোদমে শুরু হয়ে গিয়েছে এই লুপ পুলের উপর দিয়ে। নতুন বছরের শুরুর আবহে এখন বহু মানুষ শুধু এই অসাধারণ লুপ পুলটি দেখতেই ভিড় জমাচ্ছেন। চোখ ধাঁধানো এই লুপ পুল এখন সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল।
উত্তরবঙ্গ থেকে সিকিমগামী জাতীয় সড়ক ৭১৭-এর প্রধান আকর্ষণ এখন এই বাগরাকোট লুপ পুল। সম্প্রতি এই লুপ পুলের উপর দিয়ে যান চলাচল শুরু হয়ে গিয়েছে। এই লুপ পুলের উপর দিয়ে যাতায়াত করার পাশাপাশি শুধুমাত্র পুলটি দেখতেই ভিড় জমাচ্ছেন অনেকে।
অত্যাধুনিক স্থাপত্যবিদ্যার মিশেলে অসাধারণ সৌন্দ্যের্যের এই পুলটি বানিয়েছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই পুলের প্রায় ৪১ মিটার লম্বা পিলারের উপর তৈরি হয়েছে পিচের রাস্তা। দিনের পর দিন ধরে পাহাড় কেটে একটু একটু করে এই ব্রিজ তৈরি হয়েছে। পাহাড় কেটে পথ তৈরি করে এই ব্রিজ বানানো এককথায় রীতিমতো কঠিন চ্যালেঞ্জ ছিল ব্রিজ নির্মাণকারী সংস্থার কাছে।
আরও পড়ুন- West Bengal News Live:হঠাৎ খালেদা জিয়ার সঙ্গে বৈঠক বাংলাদেশের সেনাপ্রধানের, কারণ ঘিরে চর্চা তুঙ্গে!
বাগরাকোটের জিরো কিলোমিটার থেকে শুরু করে সিকিম পর্যন্ত বিস্তৃত ওই নতুন জাতীয় সড়কের দৈর্ঘ্য ২০০ কিলোমিটারেরও বেশি। আঁকাবাঁকা এই পাহাড়ি পথটি সিকিম যেতে বিকল্প রুট হিসেবে ব্যবহার করা হবে। কালিম্পং পাহাড়ের চুংচুং গ্রামের কাছ থেকেই শুরু হয়েছে এই লুপ পুল।
আরও পড়ুন- Rezwana Choudhury Bannya: টানাপোড়েনের মাঝেই আসছেন বাংলাদেশের গায়িকা, রেজওয়ানার বঙ্গ সফরের নেপথ্যে CPM