/indian-express-bangla/media/media_files/2025/06/17/H1lDWXT3ZBvc0WCxJGY8.jpg)
Digha: দিঘার সমুদ্র পাড়ে ভিড় পর্যটকদের।
Digha hotel overcharging:এমনিতেই সারা বছর কম-বেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে দিঘায়। তবে জগন্নাথ ধাম গড়ে ওঠার পর থেকে রাজ্যের এই সৈকত নগরীতে পর্যটকদের সংখ্যা কয়েকগুণ বেড়ে গিয়েছে। চাহিদা বাড়তেই দিঘার হোটেলের ভাড়া, যানবাহনের ভাড়া এমনকী খাবারের জিনিসের দামও বেড়ে যাচ্ছে কয়েকগুণে। হঠাৎ করে হোটেলের লাগামছাড়া ভাড়া গুণতে হিমশিম দশা হচ্ছে পর্যটকদের একটি বড় অংশের। বাধ্য হয়েই তাই অনেকেই সমুদ্র সৈকতের ধারেই রাত কাটাচ্ছেন, কেউ কেউ আবার দিনে দিনে বাড়ির পথ ধরছেন।
পর্যটকদের দাবি, রথযাত্রার আগে দিঘায় ৫০০ থেকে ৭০০ টাকার ঘরের জন্য চাওয়া হচ্ছে ২-৩ হাজার টাকা। এমন অভিযোগ পৌঁছেছিল প্রশাসনের কাছেও। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে দিঘা প্রশাসন। প্রশাসনের হস্তক্ষেপে সব হোটেলে ঘর ভাড়ার দরের তালিকা ঝোলাতে বলা হচ্ছে। নিয়ম ভাঙলে জরিমানা আদায় করছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (DSDA)।
গত ৩০ এপ্রিল দিঘায় নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর পর্যটকদের ভিড় সপ্তাহ জুড়ে লেগে রয়েছে। অভিযোগ, সেই সুযোগে 'ঝোপ বুঝে কোপ মারছে' অসাধু হোটেল মালিক থেকে ব্যবসায়ীদের একাংশ। হোটেল ভাড়া, খাবারের দাম এবার যেন আরও বেড়ে গিয়েছে ঠিক রথযাত্রার আগে আগে। আগামী ২৭ জুন রথযাত্রা। দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পর এবারই প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে সমুদ্র নগরীতে। দিঘায় রথযাত্রার উৎসবে সামিল থাকার ব্যাপারে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে পর্যটকদের মধ্যে। আর সেই সুযোগেই বাড়তি মুনাফার লোভে 'দেদার লুঠ' চালাচ্ছেন দিঘার এক শ্রেণির হোটেল মালিক থেকে শুরু করে খাবারের দোকান ও গাড়িমালিকরা, উঠছে এমনই অভিযোগ।
পর্যটকদের অভিযোগ, "অগ্রিম বুকিং না করে দিঘায় এলে এখন ঘর মিলছে না। ঘর মিললেও তার জন্য চড়া হারে ভাড়া গুণতে হচ্ছে।” বহু পর্যটক চড়া হারে সেই হোটেল ভাড়া দিতে না পেরে বাধ্য হয়ে দিঘার সমুদ্র পাড়েই রাত কাটাচ্ছেন। খোলা আকাশের নীচেই থাকছেন অনেকে। ইতিমধ্যেই এমন অভিযোগ পৌঁছেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছেও।
দিঘা হোটেল মালিক সংগঠনের যুগ্ম সভাপতি বিপ্রদাস চ্যাটার্জি বলেন, "বড় হোটেলে ঘর ভাড়ার তালিকা সব সময় নির্দিষ্ট থাকে। ছোট-খাটো হোটেলে এই ধরনের বেনিয়ম চলছে, এটা ঠিক। প্রশাসনিকভাবে ঘর ভাড়ার তালিকা ঠিক করতে বলা হয়েছে। এছাড়াও নির্দেশ মেনে পর্যটক আসার পর তাঁদের নাম, ঠিকানা নির্দিষ্ট পোর্টালে আপলোড যারা করছেন না, তাদের ৫০০ টাকা করে জরিমানা করা হচ্ছে।"
আগামী ২৭ জুন রথযাত্রা উৎসব। দিঘায় এবার রথযাত্রার সময় পর্যটকদের ভিড় উপচে পড়বে। লক্ষাধিক পর্যটকের ভিড় হবে বলে মনে করা হচ্ছে। রথযাত্রাকে কেন্দ্র করে সমুদ্র নগরী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সৈকত শহরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর দাপটে পর্যটকদের মন কিন্তু বেজায় খারাপ।