Malda News: ধুন্ধুমার মালদায়! পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য

Malda News: পরিবারের লোকেরা মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়েন। তাই বৃদ্ধা শাশুড়িকে 'ডাইনি' অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগ উঠল পুত্রবধূ সহ তার বাবা বাড়ির লোকেদের বিরুদ্ধে।

Malda News: পরিবারের লোকেরা মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়েন। তাই বৃদ্ধা শাশুড়িকে 'ডাইনি' অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগ উঠল পুত্রবধূ সহ তার বাবা বাড়ির লোকেদের বিরুদ্ধে।

author-image
Madhumita Dey
New Update
malda news ...

ধুন্ধুমার মালদা! পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য

Malda News: পরিবারের লোকেরা মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়েন।  তাই বৃদ্ধা শাশুড়িকে 'ডাইনি' অপবাদ দিয়ে পুড়িয়ে  মারার চেষ্টা অভিযোগ উঠল পুত্রবধূ সহ তার বাবা বাড়ির লোকেদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের জহুরাতলা গোবিন্দপুর এলাকায়। 

Advertisment

বেপরোয়া গতিতে ফাঁকা রাস্তায় ছুটছে কন্টেনার, পরপর বাইকে ধাক্কা! হিন্দি সিনেমা হার মানবে

রাতেই ওই বৃদ্ধার চিৎকার চেঁচামেচিতে আশেপাশে লোকেরা ছুটে আসলে অভিযুক্ত পুত্রবধূ ও তার পরিবারের লোকেরা পালিয়ে যায়। এরপর বুধবার পুরো ঘটনাটি নিয়ে পুত্রবধূ সহ তিনজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা । পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বৃদ্ধার পুত্রবধূ মায়া পাহাড়ি , তার মা মিনতি পাহাড়ি এবং আরও এক আত্মীয়কে আটক করেছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধার নাম চম্পা পাহাড়ি (৬৫)। যদিও এই ঘটনায় ওই বৃদ্ধা জখম হওয়ার মুখ থেকে বেঁচে গিয়েছেন। আশেপাশের লোকজনই ওই বৃদ্ধাকে কোনরকমে বাঁচিয়েছেন। ওই বৃদ্ধার স্বামী সুকু পাহাড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। ওই বৃদ্ধার দুই মেয়ে এবং চার ছেলে। দীর্ঘদিন আগেই বড় এবং মেজো ছেলে অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। একই পরিবারে ছেলেমেয়েদের সঙ্গে থাকলেও ভিন্ন থাকেন ওই বৃদ্ধ দম্পতি ।

Advertisment

পুলিশকে অভিযোগে বৃদ্ধা চম্পা পাহাড়ি জানিয়েছেন , বাড়িতে তার স্বামী অসুস্থ রয়েছেন। দীর্ঘদিন আগে তার দুই ছেলে মারা গিয়েছেন। মাঝেমধ্যে কেও অসুস্থ হলেই তাকে ডাইনি বলে সন্দেহ করা হয়। তার ছোট ছেলে বাবুলাল পাহাড়ির স্ত্রী মায়া পাহাড়ি ও তার পরিবারের লোকেরা দীর্ঘদিন ধরেই তাকে ডাইনি বলে সন্দেহ করে আসছিল। তিনি নাকি মন্ত্রপুত ওষুধ বাড়ির লোকেদের খাওয়ারের সঙ্গে মিশিয়ে খাওয়াচ্ছে। এরকম নানান অভিযোগ তুলে বদনাম ছড়ানো হয়। প্রতিবাদ করাতেই এদিন রাতে পুত্রবধূ ও তার পরিবারের লোকেরা ওই বৃদ্ধাকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা চালায় বলে অভিযোগ। 

 বারুইপুরে শুভেন্দুদের 'হেনস্থা', ক্ষুব্ধ হাইকোর্টের কী নির্দেশ পুলিশকে?

এদিকে এই ঘটনার বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখা সংগঠনের সম্পাদক মনোরঞ্জন দাস বলেন,  ডাইনি বলে কোন কিছু হয় না । বিভিন্ন ক্ষেত্রে এসব ঘটনা যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে, সম্পত্তি দখলদারি , জমি জায়গার বিবাদকে সামনে রেখেই এই ধরনের অপবাদ দেওয়া হয়। তবে এদিনের এই ঘটনার কথাটি জেনেছি। সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করা হবে। 

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছেন, ওই বৃদ্ধার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার পুত্রবধূ মায়া পাহাড়ি সহ তিনজনকে আটক করা হয়েছে। আপাতত ওই বৃদ্ধ দম্পতি নিজেদের বাড়িতে রয়েছেন। তাদের যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকেও নজর রয়েছে পুলিশের।

Malda