Kolkata weather Update:শ্রাবণের শুরুতেই 'খেল' শুরু বর্ষার! ফের নিম্নচাপের ভ্রুকুটি! আবহাওয়ায় বিরাট বদল কখন থেকে?

West Bengal Weather Forecast July 22, 2025: শ্রাবণ মাসের শুরুতেই নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির ভ্রুকুটি। তারই জেরে দক্ষিণবঙ্গ জুড়ে একটানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

West Bengal Weather Forecast July 22, 2025: শ্রাবণ মাসের শুরুতেই নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির ভ্রুকুটি। তারই জেরে দক্ষিণবঙ্গ জুড়ে একটানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone dana.

Bengal Weather Forecast Today: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

Kolkata weather July 22, 2025:আবারও নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারই জেরে তুমুল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামীকাল ২৩ জুলাই থেকে একটানা সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

গতকাল ২১ জুলাই খটখটে শুকনো ছিল শহর কলকাতা। ফি বার তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ সভায় বৃষ্টি হয়, তবে গতকাল সামান্য বৃষ্টি পর্যন্ত হয়নি মহানগরীতে। বক্তৃতায় সেই প্রসঙ্গের উল্লেখ পর্যন্ত করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে।

Advertisment

যার জেরে হাওয়া বদল কাল থেকেই। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। একটানা দিন পাঁচেক ধরে চলবে এই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল থেকে হাওয়া বদল হলেও, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলের জেলাগুলি অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় একটানা দিন পাঁচেক ধরে বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন- Jagdeep Dhankhar: ইস্তফা দিলেন ভারতের উপরাষ্ট্রপতি ধনখড়, পদত্যাগ নিয়ে তুঙ্গে জল্পনা

কলকাতার ওয়েদার আপডেট 

গতকালের পর আজও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সামান্য। তবে আগামীকাল কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে টানা এই সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত কলকাতা শহরেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আওয়া দপ্তর। এমনকী কলকাতা শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

আরও পড়ুন- Lakshmir Bhandar: '২৬-এর বৈতরণী পেরোনোতেও হাতিয়ার সেই 'লক্ষ্মীর ভাণ্ডার'! একুশের মঞ্চে ঘুরিয়ে সেটাই বোঝালেন মমতা?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী দিন চার পাঁচেকের মধ্যে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

আরও পড়ুন- Suvendu Adhikari: ২৬-এ মমতাকে 'প্রাক্তন' করার 'আগুনে হুঙ্কার', ২১ জুলাই বাংলা কাঁপানো হুঁশিয়ারি শুভেন্দুর

Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather