Tripura High court:ত্রিপুরা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতির শপথ, 'গুরুদায়িত্ব' সামলাবেন কে জানেন?

New Chief justice : ত্রিপুরা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ। প্রধান বিচারপতির পদ সামলাবেন কে জানেন?

New Chief justice : ত্রিপুরা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ। প্রধান বিচারপতির পদ সামলাবেন কে জানেন?

author-image
IE Bangla Web Desk
New Update
Pocso Court Punished Accused

প্রতীকী ছবি।

ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করলেন মামিদান্না সত্যরত্ন শ্রী রামাচন্দ্র রাও।আগরতলায় রাজ ভবনের দরবার হলে আজ বিকেলে শপথ গ্রহণ করে রাজ্যের উচ্চ আদালতের দায়ভার তুলে নিয়েছেন তিনি।

Advertisment

ঝাড়খণ্ড উচ্চ আদালতে কাজ করার পর আজ ত্রিপুরা উচ্চ আদালতের দায়িত্বে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ত্রিপুরা উচ্চ আদালতে তাঁর আগে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন অপরেশ কুমার সিং তেলেঙ্গানা উচ্চ আদালতে বদলি হয়ে যাবার পর প্রধান বিচারপতির আসন শুন্য ছিল। তাঁর পরিবর্তে ত্রিপুরায় এসেছেন মামিদান্না সত্যরত্ন শ্রী রামাচন্দ্র রাও।

আরও পড়ুন- West Bengal News LIVE Updates: একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে স্ত্রী, 'সবক' শেখাতে ভয়ঙ্কর কাণ্ড স্বামীর, হাড়হিম করা ঘটনা কলকাতায়

Advertisment

শপথগ্রহণ অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিষদীয় বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা।

আরও পড়ুন- Bengali harassment:'বাপ-দাদার ভাষা রক্ষার আন্দোলন চলবে, বাঙালিকে কোণঠাসার চেষ্টা মানব না', সোচ্চার তৃণমূলের ঋতব্রত

২০১৩ সালের মার্চ মাসে প্রধান বিচারপতি দীপক গুপ্তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ত্রিপুরা উচ্চ আদালতের প্রতিষ্ঠা হয়। তার আগে গৌহাটি উচ্চ আদালতের অধীনে একটি বেঞ্চে ত্রিপুরার মামলার শুনানি হতো।

tripura highcourt Bengali News Today